পাঁচ উইকেট শিকার করলেন কেরলের এমডি. নীধীশ। এর ফলেই চাপে পড়ে গেল জম্মু ও কাশ্মীর। রঞ্জি ট্রফি ২০২৪-২৫ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে পুনেতে কেরলের মুখোমুখি হয়েছে জম্মু ও কাশ্মীর। টস জিতে জম্মু ও কাশ্মীরকে ব্যাট করতে পাঠিয়েছিল কেরল। এরপরে এমডি. নিধীশকে আক্রমণে আনে কেরল। আর এতেই প্রথম দিনে বাজিমাত করল তারা। একাই পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষকে চাপে ফেলে দিলেন এমডি. নীধীশ। রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে জম্মু ও কাশ্মীর তুলল ২২৮/৮ রান।
পুনের এমসিএ স্টেডিয়ামের পিচে ঘাসের উপস্থিতি কাজে লাগিয়ে নীধীশ (৫/৫৬) সকালবেলার সুবিধা তুলে নেন এবং স্টাম্প-টু-স্টাম্প বোলিং করে জম্মু ও কাশ্মীরের টপ-অর্ডারকে ভেঙে দেন। নিধীশের বিধ্বংসী স্পেলের কারণেই জম্মু-কাশ্মীরের ব্যাটিং বিপর্যয় ঘটে। সতর্ক সূচনা করলেও, দলীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ওপেনার শুভম খাজুরিয়া ক্যাপ্টেন সচিন বেবির হাতে ক্যাচ দিয়ে আউট হলে কেরালাকে প্রথম সাফল্য এনে দেন নীধীশ।
এরপর নীধীশ প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে দ্রুত দুই উইকেট তুলে নেন। বিব্রান্ত শর্মা ও ইয়াওয়ার হাসানকে আউট করে তিনি। বিব্রান্ত পুরো ইনিংস জুড়ে অস্থির ছিলেন, শেষমেশ উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। অন্যদিকে, নীধীশের দুর্দান্ত ডেলিভারিতে হাসানের অফ-স্টাম্প উড়ে যায়।
প্রথম সেশনে মাত্র ৬৬ রানে তিন উইকেট হারায় জম্মু-কাশ্মীর। এরপরে ইনিংস সামলানোর দায়িত্ব ছিল অধিনায়ক পরাস ডোগরার ওপর। তবে তার ব্যাটে এ দিনও রানের খরা দেখা গেল। এবং লাঞ্চের পরপরই বাসিল থাম্পির বলে আউট হয়ে ফিরে যান তিনি। এরপরে ওয়াধওয়ান ও লোত্রার লড়াই চালান। যদিও কানহাইয়া ওয়াধওয়ান ৮০ বল খেলে পাঁচটি চারের সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন। এবং তিনি মাত্র ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। এ ছাড়া সাহিল লোত্রা ১২৫ বল খেলে তিনটি চার মেরে ৩৫রানের ইনিংস খেলেন। এই দুজন মিলে পঞ্চম উইকেটে জম্মু ও কাশ্মীরের হয়ে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
আরও পড়ুন … Ranji Trophy: গুজরাটের অধিনায়কের গতির সামনে কোণঠাসা পূজারা-জ্যাকসন, ২১৬ রানে গুটিয়ে গেল সৌরাষ্ট্র
বারোদার বিপক্ষে আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো উইকেটকিপার-ব্যাটার ওয়াধওয়ান পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে রান তুলতে থাকেন। উইকেট সহজ হতে থাকলে কিছু বাউন্ডারি মারেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৫০ ছোঁয়ার আগেই রোহান কুন্নুমালের হাতে ক্যাচ দিয়ে নিধীশের শিকার হন তিনি। এরপর লোত্রা ও লোন নাসির মুজাফফর (৪৪) ষষ্ঠ উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়ে দলকে ২০০-র কাছাকাছি নিয়ে যান। তবে আদিত্য সরওয়াতে লোত্রাকে বোল্ড করলে সেই জুটি ভেঙে দেন।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: তামিলনাডুর বিরুদ্ধে শতরান, ফের আলোচনায় বিদর্ভের করুণ নায়ার
নীধীশের পঞ্চম উইকেট ও শেষ মুহূর্তের প্রতিরোধ
লোত্রার আউটের পর নীধীশ আবার আক্রমণে ফিরে আসেন। মুজাফফরকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নীধীশ। তবে শেষ ছয় ওভারে জম্মু-কাশ্মীরের টেলএন্ডাররা ধৈর্য ধরে ব্যাট করে আর কোনও উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করেন।