কিছুতেই খারাপ ফর্ম কাটিয়ে উঠতে পারছেন না সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এখনও তার বাজে ফর্ম কাটিয়ে উঠতে পারেননি। ভারতের টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক ছিল, আর এবার রঞ্জি ট্রফিতেও লজ্জাজনক পারফরম্যান্স করেছেন। হরিয়ানার পেসার সুমিত কুমারের বলে মাত্র ৯ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বই ব্যাটিং বিপর্যয়
২০২৪-২৫ রঞ্জি ট্রফির এলিট বিভাগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে হরিয়ানার তীব্র পেস আক্রমণের সামনে মুম্বাই চরম বিপর্যয়ের মুখে পড়ে। দলের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, শিবম দুবে এবং সূর্যকুমার যাদব প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন। যদিও রাহানে ও দুবে কিছু রান সংগ্রহ করতে সক্ষম হন, তবে সূর্যকুমার মাত্র এক অঙ্কের রানে আউট হয়ে যান।
আরও পড়ুন … ভিডিয়ো: রাইফেল হাতে ফুটবল! মণিপুরের এই ছবি দেখে অবাক বিশ্ব, উঠেছে বিতর্কের ঝড়
সুমিত কুমারের দুর্দান্ত ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে যান সূর্যকুমার যাদব
সিদ্ধেশ লাডের পর ব্যাট করতে নেমে মাত্র পাঁচটি বল খেলতে পারেন সূর্যকুমার যাদব। শুরুতে কয়েকটি বাউন্ডারি মেরে দর্শকদের আনন্দ দিলেও, ৮তম ওভারে সুমিত কুমারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান সূর্যকুমার যাদব।
ডানহাতি পেসার সুমিত কুমার ওভার দ্য উইকেট থেকে দুর্দান্ত গতিতে একটি গুড লেন্থ ডেলিভারি করেন। বলটি ভেতরে ঢুকে সূর্যকুমারকে একেবারে পরাস্ত করে দেয় এবং তার স্টাম্প উড়িয়ে দেয়। আউট হওয়ার পর হতাশ সূর্যকুমার যাদব লজ্জায় মাথা নীচু করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন … বাইরে থেকে সহজ মনে হলেও বাস্তবটা আলাদা: প্রোটিয়া তারকার মতে টেস্ট নয়, T20 হল ক্রিকেটের কঠিন ফর্ম্যাট
মুম্বইয়ের দুর্দান্ত প্রত্যাবর্তন
প্রথম দিনের শুরুতে মুম্বই ভয়াবহ ধাক্কা খেলেও, পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২৫ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে মুম্বই। ওপেনার আয়ুষ মাটরে ও আকাশ আনন্দ ব্যর্থ হন, অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সূর্যকুমার যাদবও দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। মাত্র ১১৩/৭ স্কোরে পৌঁছানো মুম্বই তখন চরম সঙ্কটে ছিল।
আরও পড়ুন … ভিডিয়ো: রাইফেল হাতে ফুটবল! মণিপুরের এই ছবি দেখে অবাক বিশ্ব, উঠেছে বিতর্কের ঝড়
তবে শামস মুলানি (৯১ রান, ১৭৮ বল) ও তনুশ কোটিয়ান অসাধারণ লড়াই করেন। ৮ম উইকেট জুটিতে ১৬৫ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেন তারা। তাদের ধৈর্যশীল ইনিংসের সুবাদে মুম্বই দিন শেষে প্রতিযোগিতামূলক স্কোর গড়ে। হরিয়ানার পক্ষে অংশুল কাম্বোজ অসাধারণ বোলিং করেন। তিনি মুম্বইয়ের টপ অর্ডার ধ্বংস করে তিনটি উইকেট তুলে নেন। সুমিত কুমারও দুটি উইকেট নিয়ে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে ফেলে দন।