এবারের রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন হরিয়ানার পেসার অংশুল কাম্বোজ। এবার অল্পের জন্য সেই নজির গড়া হল না গুজরাটের সিদ্ধার্থ দেশাইয়ের। বিশাল জসওয়ালের জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে অনিল কুম্বলেদের সঙ্গে একাসনে বসা হল না সিদ্ধার্থের।
আমদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে রঞ্জির এলিট বি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে গুজরাট ও উত্তরাখণ্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে উত্তরাখণ্ড। যদিও তাদের সিদ্ধান্ত কতটা সঠিক, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। কেননা প্রথম দিনের প্রথম সেশনেই নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় উত্তরাখণ্ড।
ইনিংসে ১০ উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া সিদ্ধার্থের
মাত্র ৩০ ওভারে ১১১ রান তুলেই প্রথম ইনিংসে অল-আউট হয় উত্তরাখণ্ড। উল্লেখযোগ্য বিষয় হল, উত্তরাখণ্ডের প্রথম ৯টি উইকেট তুলে নেন গুজরাটের ২৪ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার সিদ্ধার্থ দেশাই। তবে শেষ উইকেটটি তুলে নেন বিশাল জসওয়াল। ফলে ইনিংসে ১০ উইকেট নেওয়ার সুযোগ হাতছাড়া হয় সিদ্ধার্থের।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে খাতা খুলেই আউট ঋষভ পন্ত, শুরুতেই নজর কাড়লেন রবীন্দ্র জাদেজা
ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব হাতছাড়া হলেও অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন সিদ্ধার্থ। তিনি রঞ্জি ট্রফির ইতিহাসে গুজরাটের হয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরেন এদিন। সিদ্ধার্থ ১৫ ওভার বল করে ৫টি মেডেন-সহ মাত্র ৩৬ রানের বিনিময়ে ৯টি উইকেট দখল করেন। ৬ ওভারে ২টি মেডেন-সহ ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নেন বিশাল জসওয়াল।
উত্তরাখণ্ডের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করে অপরাজিত থাকেন শাশ্বত দাঙ্গওয়াল। ৪৯ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ওপেন করতে নেমে ৪৭ বলে ৩০ রান করেন অবনীশ সুধা। তিনি ৪টি চার মারেন। এছাড়া কুণাল চাণ্ডেলা ১২ ও দীপক ধাপোলা ৯ রান করেন। খাতা খুলতে পারেননি রবিকুমার সামর্থ, যুবরাজ চৌধরী, অভয় নেগি ও হর্ষ পাটওয়াল। আদিত্য তারে ৪ রান করে সাজঘরে ফেরেন। ৫ রান করেন মায়াঙ্ক মিশ্র। ৭ রানের যোগদান রাখেন প্রিয়াংশু।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে ফিরেও ডাহা ফেল রোহিত শর্মা, সস্তায় আউট গিল-যশস্বী
পালটা ব্যাট করতে নেমে গুজরাট প্রথম দিনের লাঞ্চে ৬ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ২৪ রান তোলে। ওপেনার আর্য দেশাই ৬ রান করে আউট হন। উর্ভিল প্যাটেল ও হেত প্যাটেল ব্যক্তিগত ৯ রানে অপরাজিত থাকেন। আর্যর উইকেটটি নিয়েছেন মায়াঙ্ক মিশ্র।