ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এমনিতে বরাবরই সিরিয়াস থাকেন। সেটা লখনউ সুপার জায়ান্টের জার্সিতে হোক কিংবা কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। এখন ইয়ং ম্যান না থাকলেও গৌতির ব্যক্তিত্ব অনেকটাই অ্যাংগরি ইয়ং ম্যানের মতো। যদিও সাম্প্রতিক সময় তাঁর গম্ভীর থাকার কারণও একাধিক রয়েছে, বিশেষ করে অ্যাডিলেড টেস্টের পর।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
এমনিতে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর গৌতম গম্ভীরের দল গেছিল অস্ট্রেলিয়ায় খেলতে। প্রথম ম্যাচে যখন গিল, রোহিতরা ছিলেন না ভারতীয় দল ধামাকাদার পারফরমেন্সের সৌজন্যে ম্যাচ জিতে গেছিল, অথচ সেই দলেই যখন অধিনায়ক ফিরলেন, গিল ফিরলেন। সেই দলই অস্ট্রেলিয়ার কাছে হারল ১০ উইকেটে।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
ফিল গুড মেজাজে গম্ভীর-
ফলে মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় সিরিয়াস, গুরু গম্ভীর মুডেই থাকবেন টিম ইন্ডিয়ার মেন্টর। যদিও গৌতম গম্ভীরকে হঠাৎই পাওয়া গেল বেশ খোশ মেজাজে। তবে অনুশীলনের সময় নয়। স্টেডিয়ামের ইন্ডোরে হেঁটে অনুশীলনের পথে যাওয়ার সময়ই সঞ্চালক যতীন সাপরু এবং হরভজন সিংয়ের সঙ্গে দেখা হতেই মজা করলেন গৌতি।
ভাজ্জি-যতীনের সঙ্গে দেখা গৌতির-
সম্প্রচারকারী সংস্থার হয়ে কাজ করছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং যতীন সাপরু। ভাজ্জি ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন গৌতির সঙ্গেই। দীর্ঘদিনের সতীর্থ। গম্ভীরের সঙ্গে যেমন মাহির সম্পর্ক খুব একটা ভালো নয়, তেমনই ভাজ্জির ক্ষেত্রেও। বন্ধু ভাজ্জিকে দেখে গৌতি চাইছিলেন একটু কথা বলতে,কিন্তু মাঝে পড়ে যায় বন্ধ দরজা। কাঁচের বাইরে থেকেই তাই হাসতে হাসতে গৌতি জিজ্ঞাসা করলেন, তিনি ভিতরে আসতে পারবেন কিনা। যতীন সাপরু সাদরে তাঁকে আমন্ত্রণ জানালেও বন্ধ দরজা খুলল না।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
গম্ভীরের সামনে একাধিক চ্যালেঞ্জ-
আসলে গৌতম গম্ভীরের কাছে তৃতীয় টেস্টের আগে বড় চ্যালেঞ্জ রয়েছে বেশ কয়েকটি। প্রথম চ্যালেঞ্জ অবশ্যই রোহিত শর্মার ব্যাটিং পজিশন, যতই অধিনায়ক রোহিত হোক না কেন, তাঁর ব্যাটিং পজিশন নিয়ে মতামত দিতেই হবে গৌতিকে। দ্বিতীয় বুমরাহর ওপর এত বেশি চাপ পড়ে যাচ্ছে, যে দ্বিতীয় টেস্টেই তাঁকে অসহায় দেখিয়েছিল। এভাবে চললে তৃতীয় টেস্টের পর তিনি ছিটকেও যেতে পারেন।
জেদি গৌতির সিদ্ধান্ত কি হবে?
আর তৃতীয়ত হর্ষিত রানার পারফরমেন্স তেমন চোখে লাগার মতো না হওয়ায় পরিবর্তে এমন বোলারকে বাছতে হবে যার বলে সুইং হয়। যেমন আকাশদীপ, কিন্তু ইতিমধ্যেই রানাকে খেলানো নিয়ে গৌতির দিল্লি কানেকশন নিয়ে অভিযোগ উঠছে। এই আবহে জেদি গৌতি কি সিদ্ধান্ত নেন, সেটাও দেখার।