বেঙ্গল টি২০ লিগের ম্যাচে হারের মুখ দেখল হারবার ডায়মন্ডস। রাজ্যে মন্ত্রী তথা বাংলা দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির দল হারবার ডায়মন্ডসের। সিএবির প্রো টি২০ লিগের ম্যাচে রাঢ় টাইগার্সের বিপক্ষে হারল তাঁরা। ২৩ রানে মনোজ তিওয়ারির দলের বিপক্ষে ম্যাচ জিতে নিল শাহবাজ আহমেদের রাঢ় টাইগার্স। ব্যাটে বলে দুরন্ত পারফরমেন্স করেন শাহবাজ। আইপিএলের ফাইনালে খেলেছিলেন। ব্যাট হাতে আইপিএলে বড় রান না পেলেও বল হাতে ভালোই ছন্দে ছিলেন প্লে অফে। সেই ধারাবাহিকতা সিএবি প্রো টি২০ লিগেও ধরে রাখলেন এই বাঁহাতি স্পিনার। সব বিভাগেই ডায়মন্ডদের টেক্কা দিল শাহবাজ আহমেদের দল। অন্য ম্যাচে ৭ উইকেটে জিতল মুর্শিদাবাদ কিংস।
আরও পড়ুন-রূপকথা লিখে সুপার এইটে আফগানিস্তান,সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, বিদায় কিউয়িদের
ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে শ্রাচী রাঢ় টাইগার্স। অধিনায়ক শাহবাজ আহমেদ করেন ৩০ রান। তবে তাঁকে ছাপিয়ে যান অরিন্দম ঘোষ। তিনি করেন ৫৪ রান। ৪৬ বলে ৫৪ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি এবং একটি ছয় মারেন অরিন্দম। শাহবাজ আহমেদ নিজের ৩০ রানের ইনিংসে মারেন দুটি চার এবং দুটি ছয়। হারবার ডায়মন্ডসের হয়ে মহম্মদ কাইফ ১৭ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে অর্ণব নন্দি, শাহবাদ আহমেদের বোলিংয়ের সামনে ১১৮ রানের বেশি করতে পারেনি হারবার দল। দুটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, সুমন দাস এবং অর্ণব নন্দি। সেই সুবাদেই ম্যাচ জিতে নেয় শ্রাচী রাঢ় টাইগার্স। সায়ন শেখর মণ্ডল ৪৫ বলে ৫১ করেও হারবার ডায়মন্ডস দলকে জেতাতে পারেননি।
আরও পড়ুন-বিদায় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের, কামব্যাক ইংরেজদের, একঝলকে গ্রুপের পয়েন্ট টেবিল
অপর ম্যাচে সিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে দেয় মুর্শিদাবাদ কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ঋত্বিক রায় চৌধুরীদের সিলিগুড়ি ১১৩ রানেই অলআউট হয়ে যায়। বিকাশ এবং আকাশ দীপ শেষ দিকে লড়াই দিয়ে দলকে ভদ্রস্থ স্কোরে নিয়ে যান, নাহলে আরও লজ্জা বাড়ত তাঁদের। মুর্শিদাবাদের হয়ে ৩ উইকেট নেন নীতিন বর্মা, ২টি করে উইকেট নেন ইরফান আফতাব, বিকাশ সিং এবং জিৎ ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুর্শিদাবাদ কিংস। অধিনায়ক সুদীপ ঘরামি করেন অপরাজিত ৪৮ রান, তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছয়। শুভম দে করেন ৩৭ রান। সিলিগুড়ির দলের হয়ে তিনটি উইকেটই নেন জাতীয় দলে খেলে আসা পেসার আকাশ দীপ।
আরও পড়ুন-‘তোমার পরিসংখ্যান তো আমার থেকেও খারাপ’! বাবরকে ফের বিষেদগার শেহজাদের
শনিবার সিলিগুড়ি স্ট্রাইকার্সের বিপক্ষে নামবে শাহবাজ আহমেদদের রাঢ় টাইগার্স দল। অন্যদিকে একই দিন মুর্শিদাবাদ কিংসের মুখোমুখি হবে হারবার ডায়মন্ডস। সিলিগুড়ি এবং হারবার ডায়মন্ডস, দুই দলই চাইবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে।