সইফ আলি খান এবং ক্যাট্রিনা কাইফ অভিনিত ফ্যানটম সিনেমার অত্যন্ত পরিচিত গান, ‘না হামারা হুয়া, না তুমরাহা হুয়া! ইশক কা ইয়ে সিতাম, না গাওয়ারা হুয়া ’। মূলত এই গানটি দুঃখের গান হিসেবেই পরিচিত। আর সেই গানই সম্প্রতি ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ দিয়েছিলেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে, আরসিবিকে বিদায় জানাতে।
আবেগঘন এক বিদায় বার্তার মহম্মদ সিরাজ লিখেছিলেন, কীভাবে গত সাত বছর আরসিবিতে কেটে গেছে তাঁর। সেকথা লিখতে গিয়েই সিরাজ নিজের একটি ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলেন না হামারা হুয়া, না তুমহারা হুয়া সেই গান। এরপরেই তাঁর নতুন দল গুজরাট টাইটান্সের সতীর্থ তাঁকে শান্তনা দিয়ে বললেন, এখন তিনি তাঁদের পরিবারের সদস্য।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
১২.৫০ কোটি টাকা খরচা করে এবারে মহম্মদ সিরাজকে দলে নিয়েছে গুজরাট টাইটানস দল। আরসিবির হাতে আরটিএম কার্ড থাকলেও তা কাজে লাগায়নি তাঁরা। সিরাজের সঙ্গে বিরাটের বন্ধুত্ব ও সখ্যতার কথা সকলেরই জানা। তাই যে দলের সঙ্গে এতদিনের সম্পর্ক, তাঁদের থেকে ধাক্কাটা কিছুতেই সহ্য করে পারছিলেন না সিরাজ।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
এরই মধ্যে মহম্মদ সিরাজ আরসিবিকে নিয়ে না হামারা হুয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকে বিদায়বেলায় আবেগঘন বার্তা দিতেই তাঁর পাশে দাঁড়ালেন নতুন দলের সতীর্থ রশিদ খান। তিনি মহম্মদ সিরাজের ইনস্টাগ্রাম পেতে কমেন্ট করেন, ‘আব তুম হামারা হুয়া, (অর্থাৎ এবার থেকে তুমি আমাদের হয়ে গেলে মানে গুজরাট টাইটানসের সদস্য হয়ে গেলে)’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
নিলামের টেবিলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস দলও নিতে চেয়েছিল মহম্মদ সিরাজকে। কিন্তু সকলকে টপকেই তাঁকে দলে নেয় গুজরাট টাইটানস। আরসিবির হয়ে ৮৭ ম্যাচে ৮৩ উইকেট নিয়েছেন সিরাজ। চাহাল এবং হর্ষাল প্যাটেলের পিছনেই রয়েছেন আরসিবির সর্বোচ্চ উইকেটের তালিকায় সিরাজ। আরসিবিও তাঁকে ধন্যবাদ জানিয়ে লেখে, ‘তোমার সার্ভিসের জন্য ধন্যবাদ ডিএসপি সিরাজ ’।