২০২৩ ও ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগের প্রথম ২টি মরশুমে লাস্টবয় হিসেবে অভিযান শেষ করে এমআই কেপ টাউন। তৃতীয় প্রচেষ্টায় ছবিটা বদলে দিতে সক্ষম হয় এমআই ফ্র্যাঞ্চাইজি। চলতি মরশুমে প্রথম দল হিসেবে এসএ-২০'র ফাইনালে ওঠে কেপ টাউন। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রশিদ খানের নেতৃত্বাধীন এমআই হারিয়ে দেয় ডেভিড মিলার-দীনেশ কার্তিকদের পার্ল রয়্যালসকে।
কেবেরহার সেন্ট জর্জেস পার্কে মঙ্গলবার অনুষ্ঠিত হয় চলতি এসএ-২০'র প্রথম কোয়ালিফায়ার। টস জিতে পার্ল রয়্যালসের ক্যাপ্টেন ডেভিড মিলার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রশিদ খানদের। এমআই কেপ টাউন শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে রায়ান রিকেলটন করেন ২৭ বলে ৪৪ রান। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। অপর ওপেনার রাসি ভ্যান ডার দাসেন করেন ৩২ বলে ৪০ রান। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ডেওয়াল্ড ব্রেভিস ৩০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি ছক্কা হাঁকান।
চার নম্বরে ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি সেদিকউল্লাহ অটল। জর্জ লিন্ডে ১৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি ছক্কা মারেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন ডেলানো পটগিয়েটার। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
রয়্যালসের হয়ে ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন দুনিথ ওয়েলালাগে। ৪ ওভারে ৪৪ রান খরচ করে ১টি উইকেট নেন বিয়র্ন ফরচুইন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করলেও উইকেট পাননি মুজিব উর রহমান।
হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যালস
পালটা ব্যাট করতে নেমে পার্ল রয়্যালস ১৯.৪ ওভারে ১৬০ রানে অল-আউট হয়ে যায়। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে এমআই কেপ টাউন। হারলেও এখনই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে না রয়্যালসকে। কেননা তারা মাঠে নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
রয়্যালসের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন ক্যাপ্টেন ডেভিড মিলার। ২৬ বলের ঝোড়ো ইনিংসে তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৮ বলে ৩১ রান করেন দীনেশ কার্তিক। তিনি ৫টি চার মারেন। দুনিথ ওয়েলালাগে ১৫ রানের যোগদান রাখেন।
রশিদ খানের বিশ্বরেকর্ড
কেপ টাউনের হয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন কাগিসো রাবাদা। ৪ ওভারে ৩৮ রান খরচ করে ২টি উইকেট সংগ্রহ করেন ট্রেন্ট বোল্ট। রশিদ খান ৪ ওভারে ৩৩ রান খরচ করে একজোড়া উইকেট নেন। সেই সুবাদে ডোয়েন ব্র্যাভোকে (৬৩১) টপকে টি-২০ ক্রিকেটে বিশ্বের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন রশিদ (৬৩৩)। ম্যাচের সেরা হন ডেলানো।