আফগানিস্তানের স্পিনার তথা MI কেপ টাউনের অধিনায়ক রশিদ খান সম্প্রতি নিজের দলকে SA২০-এর ফাইনালে নিয়ে গেছেন। এরপরেই এক কৌশল প্রকাশ্যে আনলেন তিনি। যা তিনি নেটফ্লিক্সের প্রিজন ব্রেক সিরিজ দেখে শিখেছেন বলে জানান। রশিদ জানান যে ম্যাচের পরিকল্পনা যাতে ভুলে না যান সেই কারণে তিনি তাঁর হাতের মধ্যে সেগুলি ছোট করে লিখে রাখতেন। ৮ ফেব্রুয়ারি SA২০-র ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে রশিদের MI কেপ টাউন এবং এইডেন মার্করামের সানরাইজার্স ইস্টার্ন কেপ। রশিদ বলেন যে কেপটাউন যদি শিরোপা জিততে পারে, তবে সিরিজের চরিত্রগুলির মধ্যে অন্যতম মাইকেল স্কোফিল্ড এবং লিঙ্কন বারোজকে কৃতিত্ব দিতে হবে। তাঁর দলের শেষ ম্যাচটি ছিল ৪ ফেব্রুয়ারি, কোয়ালিফায়ার ১ এবং তিনি পরের তিন দিন প্রিজন ব্রেক দেখে কাটিয়েছেন, যা তাঁকে অনন্য ধারণা দিয়েছে।
ফাইনালের আগে রশিদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সিরিজটি আপনাকে চাপের পরিস্থিতিতে কীভাবে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে হয় তার একটি ধারণা দেয়। এটি আপনাকে গেমের জন্যও ধারণা দেয়। আপনাকে সেটা ব্যবহার করতে হবে। কখনও কখনও আপনি একজন অধিনায়ক হিসাবে জিনিসগুলি ভুলে যান, তাই পরবর্তী ওভারে আমাকে কী করতে হবে সেটার সম্পর্কে নিজের হাতে লিখে রাখতাম।’ উল্লেখ্য, সিরিজে, স্কোফিল্ডের ট্যাটুতে গুরুত্বপূর্ণ কোড এবং লেখা রয়েছে যা তাঁকে তাঁর মিশনে সাহায্য করে, অনেকটা যেমন রশিদ তাঁর দলকে ফাইনালে তুলে আনার ক্ষেত্রে করেছে।
রশিদ আরও বলেন, ‘আমি আমার ঘরে বসে অনেক নেটফ্লিক্স দেখতাম। এক শহর থেকে অন্য শহরে গিয়ে খেলাটা কঠিন, যেখানে বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন পিচ রয়েছে। আপনাকে প্রতিক্রিয়া জানাতে হবে। কিন্তু সেখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হয়। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।’
প্রসঙ্গত, MI কেপ টাউন বনাম পার্ল রয়্যালস ম্যাচে দুনিথ ওয়েলালাগেকে ফিরিয়ে ডোয়েন ব্র্যাভোর বিশ্বরেকর্ড ভাঙেন রশিদ খান। ওয়েলালাগের উইকেটটি নেওয়া মাত্রই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফরম্যাটে বিশ্বের সব বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন রশিদ। তিনি এখনও পর্যন্ত ৪৬১টি টি-২০ ম্যাচে ৬৩৩টি উইকেট নিয়েছেন। এর আগে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ফরম্যাটে সব থেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড ছিল ডোয়েন ব্র্যাভোর নামে। তিনি ৬৩১টি উইকেট নিয়েছিলেন।