ক্রিকেট বিশ্বকে হেলিকপ্টার শটের সঙ্গে পরিচিত করান মহেন্দ্র সিং ধোনি। তবে সেই ধারাটা বয়ে নিয়ে চলেছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাতে দেখা যায় এখন অনেক ব্যাটারকেই। তবে রশিদ খান ধোনির হেলিকপ্টার শটকে নতুনত্ব প্রদান করে চলেছেন প্রতিনিয়ত।
ধোনির পরে সব থেকে বেশি হেলিকপ্টার শট যদি কেউ খেলে থাকেন, তবে তিনি রশিদ খান। রশিদের মতো এই শট নিখুঁতভাবে রপ্ত করতে পেরেছেন খুব কম ক্রিকেটার। বলা ভালো রশিদ হেলিকপ্টার শটকে কার্যত শিল্পের পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন। শনিবার দ্য হান্ড্রেডের মঞ্চে আফগান তারকা এমনই এক দৃষ্টিনন্দন হেলিকপ্টার শটে মোহিত করেন ক্রিকেটপ্রেমীদের।
উল্লেখযোগ্য বিষয় হল, সচরাচর হেলিকপ্টার শটে লেগ সাইডে ছক্কা হাঁকাতে দেখা যায় ব্য়াটারদের। তবে শনিবার ট্রেন্ট রকেটসের হয়ে মাঠে নেমে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে রশিদ হেল্টিকপ্টার শটে অফ-সাইডে ছক্কা হাঁকান।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৩তম বলে রশিদ খান দুর্দান্ত হেলিকপ্টার শট খেলেন। লিউক ওয়েলসের বলে তিনি অবিশ্বাস্য শটে লং-অফে ছক্কা হাঁকান। ম্যাচে যদিও চার রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয় রশিদের দল ট্রেন্ট রকেটস।
ওয়েলস ফায়ার বনাম ট্রেন্ট রকেটস ম্যাচের ফলাফল
নটিংহ্যামে চলতি দ্য হান্ড্রেডের ১৪তম ম্যাচে সম্মুখসমরে নামে ওয়েলস ফায়ার ও ট্রেন্ট রকেটস। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েলস। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে। ৪৫ বলে ৫৫ রান করেন জনি বেয়ারস্টো। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ২৬ বলে ৩৩ রান করেন টম অ্যাবেল। এছাড়া ১১ বলে ১৪ রান করেন টম কোহলার ক্যাডমোর।
ট্রেন্ট রকেটসের হয়ে ২৩ রানে ২টি উইকেট নেন ইমদ ওয়াসিম। ২২ রানে ২টি উইকেট নেন স্যাম কুক। ১টি করে উইকেট নেন লিউক উড ও জো রুট। রশিদ খান ২০ বলে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে ট্রেন্ট রকেটস ১০০ বলে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রানে আটকে যায়। টম ব্যান্টন ১৬, অ্যালেক্স হেলস ২৩, জো রুট ১৭, স্যাম হেইন ২২ ও রোভম্যান পাওয়েল ১৪ রান করেন। রশিদ খান ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৩ রান করে আউট হন।