রশিদ খানের নেতৃত্বে আইসিসি টি২০ বিশ্বকাপের মঞ্চে রূপকথা রচনা করেছেন আফগানিস্তান ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের পর আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছে এশিয়ার এই দেশ। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, দুই দলকে অল আউট করেছেন ফজলহক ফারুকি, রশিদ খানরা। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মোট ৮জন বোলারকে ব্যবহার করেন রশিদ খান। আর তাঁর মধ্যে ৮ নম্বর বোলার হিসেবে বোলিং করতে আসা গুলবাদিন নায়েবই ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন। বোলিংয়ে এত ভালো কম্বিনেশনের পাশাপাশি অনবদ্য অধিনায়কত্বের ছাপ রাখেন আফগানিস্তানের রশিদ খান, আর তাতেই তাঁর দেশ প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল, তাও আবার বিশ্বকাপের মঞ্চে এসে।
আরও পড়ুন-ভিডিয়ো-বল খুঁজতে খুঁজতে স্টেজের তলায় বিরাট কোহলি! ছোটবেলার স্মৃতি মনে করাল কোহলি
অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর পর উচ্ছাসে ফেটে পড়েন আফগান ক্রিকেটাররা। অবশ্য হবে নাই বা কেন, গতবার একটুর জন্য ওডিআই বিশ্বকাপে অজিদের বিপক্ষে জয় হাতছাড়া হয়েছিল। এবার ষোলো কলা পূর্ণ হয়েছে আজমাত,গুরবাজদের। যদিও আফগান অধিনায়ক জানেন, কাজটা এখনও শেষ হয়নি। মঙ্গলবারের ম্যাচেও জিততে হবে তাঁদের। তাই অজি বধের আনন্দের মাঝেও বাংলাদেশ ম্যাচের ভাবনা শুরু রশিদ খান, মহম্মদ নবি, ফজলহক ফারুকিদের।
আরও পড়ুন-বাংলাদেশ হারতেই মজাদার পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের! ‘বাঘবন্দী খেলায়’ জিত হার্দিকদের
অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর পর আফগানিস্তান অধিনায়ক রশিদ খান বললেন, ‘আমাদের দলের জন্য এবং আমাদের দেশের জন্য এই জয় বিশাল আনন্দের। ২০২৩ বিশ্বকাপে একটুর জন্য জিততে পারিনি আমরা। ভারতের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তন করলেও এই ম্যাচে আবার আমরা পুরোনো জুটিতেই ফিরি। আমরা জানতাম ১৪০ এই পিচে ভালো স্কোর, শুরুটা ভালো করেও ভালোভাবে শেষ করতে পারিনি আমরা। তবে এই উইকেটে ব্যাটারদের সমস্যা হবেই আমরা জানতাম। মাথা ঠান্ডা রাখতে হত, আর সেটা করতে পারাতেই জয় এসেছে ’ ।
আরও পড়ুন-এক ইনিংসে ১৩টি ছয়! বাংলাদেশকে কচুকাটা করে রেকর্ড গড়লেন হার্দিক, শিবম দুবেরা
ম্যাচে ৪ উইকেট নেওয়া অলরাউন্ডার গুলবাদিন নায়েবকেও প্রশংসায় ভরিয়েছেন রশিদ খান। আফগান অধিনায়ক বলছেন, ‘আমাদের দলে অলরাউন্ডার বেশি থাকায় আমার হাতে বিকল্প অনেক। গুলবাদিন নায়েবকে যখন বোলিংয়ে আনা হয়, যেভাবে ও নিজের অভিজ্ঞতার ছাপ রেখে বোলিং করেছে তা অনবদ্য। ওই সময় নায়েবের ওরকম বোলিং খুব গুরুত্বপূর্ণ ছিল। শুরুর দিকে মহম্মদ নবির নেওয়া ওয়ার্নারের উইকেটটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এটা আমাদের শুরু, আরও ভালো সময় আসবে। দলগত সংহতিতেই জয় এসেছে। আমাদের কাছে সামনে সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার ’।