চার হাত এক হল আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজের বিয়ের কাজটা সেড়েই ফেললেন। কাবুলে নিজের বিয়ে সাড়লেন এই অলরাউন্ডার। জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত হয়েছিলেন তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর দিনে সাক্ষী থাকতে। মহম্মদ নবিরা গিয়ে দীর্ঘদিনের সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে আসলেন। ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হল। রশিদের সঙ্গেই একইদিনে বিয়ে করলেন আরও তিন ভাই, আমির খলিল, জাকিউল্লাহ এবং রাজা খান।
আরও পড়ুন-হরিয়ানা নির্বাচনের আগে চমক! কংগ্রেস প্রার্থীর প্রচারে সেহওয়াগ! এবার কি রাজনীতিতে?
নতুন ইনিংস শুরুর জন্য আফগানিস্তানের তারকা ক্রিকেটারকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে তাঁর দেশের ক্রিকেট বোর্ড এবং সতীর্থরা। অলরাউন্ডার মহম্মদ নবি নিজের সোশাল মিডিয়ায় রশিদ খানের বিয়ের ছবি শেয়ার করেছে, মজা করে তাঁকে কিং খান হিসেবে উল্লেখ করেছেন। মুজির উর রহমান-রহমত শাহসহ আফগান জাতীয় দলের বহু তারকার সমাহার দেখা যায় রশিদ খানের বিয়েতে।
আরও পড়ুন-দ্বিতীয় ডিভিশন আইলিগে উঠল অভিষেক ব্য়ানার্জীর DHFC…আইলিগ ৩ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ…
গত এক বছর বেশ ভালোই গেছে রশিদ খানের। অধিনায়কত্বের পাশাপাশি বোলিংয়েও নজর কেড়েছিলেন টি২০ বিশ্বকাপে। দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলেছিলেন। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন টি২০ বিশ্বকাপে। গতবছর ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ড-পাকিস্তানকে হারিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, যেই যাত্রা এবছরও বজায় রেখেছে আফগানিস্তান দল। সম্প্রতি আরবের মাটিতে তাঁরা ওডিআই সিরিজে দুরমুশ করে দিয়েছে দঃ আফ্রিকা দলকেও।
নিজের কেরিয়ারের চূড়ান্ত সময়ে থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন রশিদ খান। একই দিনে রশিদ এবং তাঁর ভাইও বিয়ে সাড়লেন জমজমাট অনুষ্ঠানে। সোশাল মিডিয়ায় ভাইরাল হল, রশিদের বিয়ে বাড়ির বাইরে আতশবাজির ব্যাপক প্রদর্শন, যা তাঁদের বিশেষ দিনটিকে আরও আকর্ষণিয় করে তোলে। তাঁর বিয়ে বাড়ির বাইরে বন্দুকধারীদের পাহাড়া দিতে দেখা যায়।
আরও পড়ুন-HCA-তে আর্থিক তছরুপের অভিযোগ! হরিয়ানা নির্বাচনের মুখেই আজহারউদ্দিনকে সমন ইডির!
টি২০ ফরম্যাটে বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার হিসেবেই মানা হয় রশিদ খানকে। দ্রুততম ৫০ এবং ১০০ উইকেটের রেকর্ডের মালিক তিনিই। অতীতে টি২০ ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় শীর্ষেও থেকেছেন এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরেই আইপিএলে খেলে আসছেন। এবার তিনিই শুরু করলেন নিজের জীবনের দ্বিতীয় ইনিংস।