শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে নিঃসন্দেহে টি-২০ ফর্ম্যাটের ক্রিকেটের বাড়বাড়ন্ত। ক্রিকেট খেলিয়ে সব দেশেই এই ফর্ম্যাটে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হচ্ছে। যেখানে খেলছেন বিশ্ব ক্রিকেটের নামি দামী তারকারা। এই অবস্থায় দাঁড়িয়ে ক্রিকেটের সবথেকে পুরনো ফর্ম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেটের উপর চাপ বাড়ছে। দর্শকরা দীর্ঘ পাঁচ দিনব্যাপী ক্রিকেট দেখার থেকে কয়েক ঘন্টা ব্যয় করে ক্রিকেট দেখাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।এমন আবহে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে আইসিসি সহ বিশ্বের বড় বড় বোর্ডগুলো সকলেই উদ্যোগী। এমন আবহেই এই ফর্ম্যাটকে বাঁচিয়ে রাখতে বেশ কিছু দাওয়াই দিয়েছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী।
ঐতিহ্যবাহী মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক আলোচনা সভার আয়োজন করেছিল। যেখানে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ২০ ওভারের ফর্ম্যাটকে ব্যবহার করে কিভাবে ক্রিকেটের আরো প্রসার ঘটনো যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। এই আলোচনা সভাতে একটা বিষয় উঠে আসে যেখানে বলা হয় টেস্ট ক্রিকেটকে আপাতত ৬-৭ দলের মধ্যে লিমিট করার। যাতে করে এই ফর্ম্যাটের জৌলুস বজায় থাকে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বাইরে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ কমেছে। পাশাপাশি বেড়েছে টি-২০ ফর্ম্যাটের প্রতি আগ্রহও। এমন আবহে প্রাক্তন ভারতীয় তারকা তথা ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন ক্রিকেটকে প্রতিযোগিতামূলক রাখতে হবে বিশেষ করে টেস্ট ম্যাচকে ফলে এর উপরে সমর্থকদের আগ্রহ বজায় থাকবে।আর সেটা সম্ভব হবে যখন খেলাটা তুলনামূলক শক্তিশালী দলের মধ্যে হবে।
রবি শাস্ত্রী বলেন ‘ যখন কোয়ালিটি থাকে না সেই সময়েই কিন্তু আগ্রহ কমা শুরু হয়। দর্শকাসনে এমনিতেই খুব অল্প মানুষজন (টেস্টে) থাকছেন। ফলে দর্শকরা ছাড়া কিন্তু ক্রিকেট খেলাটার কোন মানেই হয় না। আর যে কোন খেলাতে এটা শেষ জিনিস যেটা কেউ চায় ঘটুক। আমাদের এই মুহূর্তে ১২ টি দেশ টেস্ট ম্যাচ ক্রিকেটটা খেলে। এটাকে কমিয়ে ৬-৭ করতে হবে। প্রমোশন,অবনমন চালু করতে হবে। দুটি টিয়ারেও দলগুলোকে ভাগ করে করা যায়। তবে সেরা ছয় দলকে খেলাটা চালিয়ে দিতে যেতে হবে। আর বাকিদের মধ্যে প্রমোশন, অবনমনটা চালু করতে হবে। এতে বিষয়টা অনেক বেশি প্রতিযোগিতামূলক হবে। আর খেলাটার প্রসার ঘটাতে হবে অন্যান্য ফর্ম্যাটে’।