নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। মূলত সোজাসাপটা জবাবের জন্যই পরিচিতি তাঁর। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দিনগুলিও তাঁর যথেষ্ট ঝলমলে ছিল। একদা সতীর্থদের সঙ্গে এই প্রাক্তন অলরাউন্ডারের অনেক মজার স্মৃতি জড়িয়ে আছে। তেমনই একটি মজার ঘটনা শেয়ার করেছেন শাস্ত্রী সম্প্রতি। BCCI-এর প্রাক্তন চিফ সিলেক্টর এবং ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সন্দীপ পাতিলের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্ত্রী। সেখানেই তিনি মজার ঘটনাটি শেয়ার করেন। জানান তাঁরা খেলার শেষে শূকরের মতো খাওয়ার খেতেন। শুধু তাই নয়, ‘তরল পানীয়’ খাওয়াও চলত জমিয়ে। ভাইরাল হয়েছে সেই কথোপকথনের ভিডিয়ো।
বরাবরই এক মজাদার চরিত্র রবি শাস্ত্রী। তাঁর কথা বলার ভঙ্গিমা মুগ্ধ করে সকলকে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাস্ত্রী তাঁর এবং সন্দীপ পাতিলের কেমন বন্ধুত্ব ছিল সেই সময় তা তুলে ধরেছেন। শাস্ত্রী এবং পাতিল দু’জনই খাবার খেতে খুব ভালোবাসতেন। সেই সময় হোটেলে তাঁদের ২ জনের খাবারের অর্ডার দেখে অবাক হয়ে গেছিলেন রুম সার্ভিসের স্টাফরা। সেই ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজ যে কোনও টেস্ট ক্রিকেটার যা পায় তার চেয়ে অনেক বেশি টাকা আমরা পেতাম (মজা করে)। আমরা এক জুটি (শাস্ত্রী এবং সন্দীপ পাতিল) ছিলাম যারা কখনও বাড়িতে কোনও টাকা নিয়ে আসিনি। আমি যখন টেস্ট ম্যাচ শেষ করে বাড়ি যেতাম, বাবা আমাকে জিজ্ঞেস করতেন, তুমি টেস্ট ম্যাচের জন্য কিছু টাকা পেয়েছ, সেটা কোথায়? আমাদের কাছে শুধু মাত্র অল্প কিছু টাকা পড়ে থাকত, কারণ আমরা খেয়ে সব টাকা শেষ করে দিতাম। আমরা শূকরের মতো খাবার খেতাম।’
রবি শাস্ত্রী জানিয়েছেন শুধু খাবার নয়, ‘তরল পানীয়’ খাওয়াও চলত সেই সময়। তিনি বলেন, ‘আমরা পাশাপাশি তরল পানীয় সেবনের ক্ষেত্রেও পিছিয়ে ছিলাম না। ছোটবেলা থেকেই আমরা তৃষ্ণার্ত ছিলাম। ম্যাচ ৫:৩০-এ শেষ হতো এবং ৬:৩০ থেকে ভেজা উইকেটে আমাদের খেলা শুরু হতো।’ উল্লেখ্য, রবি শাস্ত্রী ভারতের হয়ে ৮০টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩৮৩০ এবং উইকেট নিয়েছেন ১৫১টি। দেশের হয়ে তিনি ১৫০টি ওডিআই ম্যাচও খেলেছেন। সেখানে রান করেছেন ৩১০৮ এবং উইকেট নিয়েছেন ১২৯টি। এছাড়াও ২৪৫টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচও খেলেছিলেন তিনি।