ভারতের মাটিতে যতই বিরাচ কোহলি সাম্প্রতিক সময় ফর্মে থাকুন না কেন, তিনি কি করতে পারেন বিদেশের মাটিতে সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন বিরাটদের প্রাক্তন কোচ। এটা ঠিক যে আইসিসি ট্রফির ক্ষেত্রে কোচ হিসেবে রবি শাস্ত্রীর ভাগ্য অতটা ভালো ছিল না। তবে বিদেশে টেস্ট সিরিজে তিনি কোচ হিসেবে মোটামুটি সফল। রাহুল দ্রাবিড়ও খারাপ ছিলেন না।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে কিছুটা ভাটা পড়েছে। প্রথমে শ্রীলঙ্কায় সিরিজ হার একদিনের ফরম্যাটে। এরপর ঘরের মাঠে অপ্রত্যাশিতভাবে কলঙ্কিত অধ্যায় রচিত হয়। অর্থাৎ নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কা। এর মধ্যেই টিম ইন্ডিয়া নামছে অস্ট্রেলিয়ার মাটিতে।
ভারতীয় দলের সেরা তারকা বিরাট কোহলি। গত এক দশকে ১৩টা টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ১৩০০র ওপর রান রয়েছে কোহলির। এছাড়াও ২০১৪, সালের বর্ডার গাভাসকর সিরিজের কথাও সকলের মনে রয়েছে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে সমস্যা বিরাটের হয়ে স্পিন বোলিং খেলার ক্ষেত্রে সেই এক সমস্যা হয়ত তাঁর বাউন্সি ট্র্যাকে হবে না।
আরও পড়ুন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
এরই মধ্যে রবি শাত্র্রী প্রাক্তন শিষ্যকে নিয়ে বলছেন, ‘ভারতীয় ক্রিকেটের রাজা নিজের এলাকায় চলে এসেছে। আমি এটাই শুধু ওকে বলতে চাইব। যখন তুমি অস্ট্রেলিয়াকে বারবার পর্যুদস্ত করে এমন আখ্যা অর্জন করে নিয়েছ, তখন বিরাট কোহলিকে আর তেমন কিছুই করতে হবে না। বরং পুরো চাপটাই চলে যাবে প্রতিপক্ষের বোলারদের ওপর ’।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
যদিও বিরাটকে নিয়ে সাবধান বার্তাও দিয়েছেন শাস্ত্রী। তিনি বলছেন, ১০ বছর আগে কোহলির যা পারফরমেন্স ছিল, এখন সেটা আশা করা কঠিন। তাই বিরাটকেও বুঝতে হবে যে ১০ বছর পেরিয়ে গেছে। আরও একটা বিষয় হল, ওকে প্রথম হাফটা ভালো ব্যাটিং করতে হবে। অর্থাৎ মোটামুটি যদি ও একবার সেট হয়ে যায় তাহলে আর ও বড় রানই করবে, আশা করা যায়।