দীর্ঘদিন পর ভারতীয় ওডিআই দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও তাঁর দলে ফেরা দেখে অনেকই অবাক হয়েছেন। কারণ সামনেই বিশ্বকাপ, সেই দলে সুযোগ পাননি তিনি। কিন্তু এক বড়ো টুর্নামেন্টের আগে কেন অশ্বিনকে দলে নেওয়া হল, এই নিয়ে অনেকেই প্রশ্ন করতে থাকে। এই সব প্রশ্নের মাঝেই আজ অর্থাৎ শুক্রবার অস্ট্রেলিলার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামেন তিনি। বল হাতে একটি উইকেটও নেনে অশ্বিন। তিনি ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ১টি উইকেট নেন।
২০১৪ সালের পর এই প্রথমবার ১০ ওভার বল করে ৫০ রানেরও কম রান খরচ করেছেন অশ্বিন। এমনিতেই সেই ভাবে এখন ওডিআইতে দেখা যায় না ভারতীয় দলের এই সিনিয়র স্পিনারকে। শুধুমাত্র টেস্টেই খেলেন তিনি। তাছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলেছেন। এমনকী শেষ হওয়া গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে দলের বাইরে রাখেন রাহুল দ্রাবিড়। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেনি। সিনিয়র প্লেয়ারকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রাখায় অনেকেই মুখ খোলেন। বিতর্কও কম হয়নি। ভারত সেই ম্যাচ হারের পর বিতর্ক আরও বেড়ে যায়। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে। এখন গোটে দেশে মেতে রয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়ে।
আর এই বিশ্বকাপের আগে ভারত নেমেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপের জন্য যে এটা প্রস্তুতি ম্যাচ হিসাবে দেখছে দুই দল তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিরিজেই অশ্বিনকে ওডিআই দলে নেওয়া হয়েছে। যদিও তিনি এদিন মাত্র একটি উইকেট নিয়েছেন। তবে তাঁর এই বোলিং প্রশংসিত হয়েছে এমনটা একেবারেই নয়। কারণ এদিন দুর্দান্ত বোলিং করেন মহম্মদ শামি। নিয়েছেন ৫ উইকেট।
অজিদের মাত্র ২৭৬ রানে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এই প্রথমবার অজিদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন এই পেসার। তবে বোলারদের এই পারফরম্যান্স প্রশংসিত হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এদিন শুভমন গিলের ৭৪ রান, কেএল রাহুলের ৫৮ এবং সূর্যকুমারের ৫০ রানে ভর করে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল কেএল রাহুলের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে