নিউজিল্যান্ড সিরিজে বল হাতে একেবারেই ছন্দে নেই বলে সমালোচনার মুখে পড়ছেন। দেশের মাটিতে টেস্ট হচ্ছে, সেখানে তৃতীয় ইনিংসে তাঁকে নতুন বল দেওয়া হচ্ছে না। ওয়াংখেড়ে টেস্টেও ২৫ ওভার বল করে ফেলেছেন। কিন্তু মাত্র একটি উইকেট পেয়েছেন। আর সেরকম চাপের মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিনের হাত থেকে দুটো ক্যারম বল বেরোল। আর সেই দুটি বলের সুবাদেই ছন্দ ফিরে পেলেন ভারতের তারকা অফস্পিনার। যে দুটি বল যেন লেগস্পিনারের মধ্যে ঘুরল। এমনকী গ্লেন ফিলিপসকে যে বলটায় আউট করলেন, সেটাকে তো কেউ-কেউ শতাব্দীর সেরা বলের স্তরেও রাখছেন।
প্রথম ২৫ ওভারে করেননি বল
অথচ পরিসংখ্যান বলছে যে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বাদশ ওভারের আগে ওয়াংখেড়ে টেস্টে যে ২৫ ওভার বল করেন, তাতে একটিও ক্যারম বল করেননি অশ্বিন। স্রেফ একটি উইকেট পান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ক্যারম বল করতেই চার ওভারে দুটি উইকেট তুলে নেন ভারতের তারকা অফস্পিনার।
‘ব্রহ্মাস্ত্র’ ক্যারম বল
তিনি সেই ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম প্রয়োগ করেন ফিলিপসের হাতে জোড়া ছক্কা খাওয়ার পরে। অফস্পিনের মতো খেলতে যান কিউয়ি তারকা। পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে বোল্ড খেয়ে যান। স্রেফ হতভম্ব হয়ে দাঁড়য়ে থাকেন। তারপর একই ‘ব্রহ্মাস্ত্র’ ক্যারম বল প্রয়োগ করে টম ব্লান্ডেলকে আউট করে দেন অশ্বিন।
আরও পড়ুন: সরফরাজ খানের ক্ষতি করে দিচ্ছেন রোহিত শর্মা-গৌতম গম্ভীর! কেন এমন মনে করেন সঞ্জয় মঞ্জরেকর?
বৈজ্ঞানিক ব্যাখ্যা অশ্বিনের
কিন্তু নিজের ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগ করতে কেন এত দেরি করলেন অশ্বিন? বিশেষত তিনি যেখানে ফর্মে নেই, সেখানে তো আরও আগে ক্যারম বল করতে পারতেন ভারতীয় অফস্পিনার? কেন সেই কাজটা করেননি, তা দ্বিতীয় দিনের খেলার শেষে ব্যাখ্যা করেন ‘সায়েন্টিস্ট’ অশ্বিন। নিজের ‘উপাধি’-র সঙ্গে সাযুজ্য রেখে বৈজ্ঞানিক ব্যাখ্যাই দেন।
আরও পড়ুন: IND vs NZ: কোহলির ব্যাট নিয়ে কোহলির মতোই রান-আউট আকাশ দীপ, কোনও বল খেলার সুযোগই হয়নি- ভিডিয়ো
তিনি বলেন, 'ম্যাচটা দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। একটা প্যাভিলিয়ন এন্ডের দিক থেকে বল করার সময়। অপরটি অন্য প্রান্ত দিয়ে বল করার সময়। দুটি প্রান্তে উইকেট খুব আলাদা আচরণ করছে। ড্রেসিংরুমের দিক থেকে পিচটা অনেক বেশি পাটা ছিল। বাউন্সও কম ছিল। আমি তাই ভাবলাম যে এই বিষয়টাকে অন্যভাবে ব্যবহার করব। ব্যাটাররাও জানত যে এই দিক থেকে আমায় মারা বেশি সহজ। তাই একটু অন্যরকম কিছু করতে চাইছিলাম।'
আর সেই ‘অন্যরকম কিছু’ করেই সাফল্য এসেছে। সিরিজে সেই অর্থে প্রথমবার অশ্বিনকে বেশ ছন্দে লেগেছে। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৬৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। সেটার কারণেই দিনের শেষে কিউয়িদের স্কোর দাঁড়িয়েছে নয় উইকেটে ১৭৯ রান। আপাতত ভারতের থেকে ১৪৩ রানে এগিয়ে আছেন কিউয়িরা।