শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। জুটি বেঁধে ভারতের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন তাঁরা। বিশেষ করে লাল বলের ফর্ম্যাটে অর্থাৎ টেস্টে ভারতের হয়ে অনবদ্য ভূমিকা পালন করেছেন এই দুই স্পিনার।ভারতের মাটিতে টেস্টে এই দুই স্পিনার সরাসরি একসঙ্গে প্রথম একাদশে খেলার সুযোগ পান।
আরও পড়ুন-CPL-এ হেতমায়ের-গুরবাজ তাণ্ডব! দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস স্কোর গায়ানার! উঠল ২৬৬/৭…
কিন্তু বিদেশের মাটিতে বর্তমান সময়ে জাদেজা প্রথম একাদশে খেলার ক্ষেত্রে প্রাধান্য পান। এই নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। জবাবে তারকা অফ স্পিনারের পাল্টা প্রশ্ন , প্রশ্নকর্তাকে 'ঈর্ষা (জাদেজা খেলাতে অশ্বিনের হিংসা হচ্ছে কিনা) নিয়ে কথা বলতে চাইছেন?'
প্রখ্যাত সাংবাদিক বিমল কুমারের ইউটিউব চ্যানেলে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি সেখানে জানিয়েছেন ' আমার দেখা সবথেকে বেশি প্রতিভাবান ক্রিকেটারের নাম রবীন্দ্র জাদেজা। ওঁর সমস্ত বিষয়টা স্বাভাবিকভাবেই আসে।তা সে বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং। যত সময় গড়িয়েছে,বছর গড়িয়েছে আমাদের সম্পর্ক আরো উন্নতি হয়েছে। আমরা একে অপরের কি সমস্যা রয়েছে তা এখন আরো ভালো করে বুঝতে শিখে গেছি।আমি একটু বেশিই চিন্তা করি।জাদেজা অবশ্য এতোটা চিন্তা করে না। কোন কিছু বুঝতে সময় লেগেছে আমাদেরও। এই মুহূর্তে দুজনের সম্পর্কটা অত্যন্ত দৃঢ়।'
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১২ রান,টি২০ বিশ্বকাপ জয়! যশস্বীর টার্গেট এবার চ্যাম্পিয়ন্স ট্রফি…
তিনি আরো যোগ করেন ‘ আমি যদি না খেলি তাহলে সেটা কি জাদেজার দোষ হতে পারে! কখনোই সেটা হতে পারে না। আমার ওঁর প্রতি কোন রকমের কোন ঈর্ষা নেই।আমি কখনো নিজে খেলব বলে যাতে ও সুযোগ না পায় এই ভাবনা ভাবিইনি। ঈর্ষার এই বিষয়টি পারিপার্শ্বিক পরিবেশের ভাবনা। আমাদেরকে এইসব ভাবনার উর্ধ্বে উঠতে হবে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যেসব ক্রিকেটাররা খেলছেন না,কেন খেলছেন না সেই বিষয়টা স্পষ্টভাবে তাঁকে বলাটা খুব প্রয়োজন। তাঁকে এটা বোঝানো জরুরি যে তুমি টিম থেকে তোমার ব্যর্থতার কারণে বাদ পড়নি।তুমি দল থেকে বাদ পড়েছ দলের প্রয়োজনের কারণে,দলের ডায়নামিক্স ঠিক রাখার কারণে।’