২০২৪ আইপিএলে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। একইভাবে নাইটদের সুনীল নারিন-ফিল সল্ট জুটিও শাসন করেছেন বোলাদের। এ তো গেল শুধু ওপেনিং জুটির কথা, আইপিএলে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, রুতুরাজ গায়েকওয়াড় ছাড়াও ক্লাসেন, পুরানরাও বোলারদের অবস্থা এবারে খারাপ করে দিয়েছে আইপিএলে। ২০০-র বেশি রানও উঠেছে বহু ইনিংসে। মহম্মদ সিরাজরা আগেই বলেছিলেন ফ্ল্যাট পিচ অন্যতম কারণ। এবারের আইপিএলে ২৬০-র বেশি রানও চেজ হয়ে যেতে দেখা গেছে। অনেক ক্রিকেটাররা ইমপ্যাক্ট প্লেয়ার রুলকেই তার কারণ হিসেবে দেখছিলেন। যদিও ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটরে দুরন্ত বোলিং করা রবিচন্দ্রন অশ্বিন কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের সঙ্গে আইপিএলে বড় রান ওঠার কোনও সম্পর্ক দেখতে পাচ্ছেন না।
আরও পড়ুন-‘একটা কথাও বলবে না’, বন্ধুকে নিয়ে লাগাতার অপমানের পাল্টা গাভাসকরকে তেড়ে উত্তর এবির
চলতি আইপিএলে ইতিমধ্যেই সবচেয়ে বেশি বার ২০০-র বেশি রান উঠেছে। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ তো রেষারেষি করেছে এক ইনিংসে সর্বোচ্চ রানের জন্য। অবশ্য ব্যাটাররাও এবারে অনেক বেশি আক্রমণাত্মক খেলা দেখাচ্ছেন। এই নিয়েই অশ্বিন বলছেন, সময়ের পরিবর্তের সঙ্গে সঙ্গেই ক্রিকেটে পরিবর্তন আসছে। তাই ব্যাটারদের আগ্রাসী হয়ে ওঠাই বড় রানের পিছনে কারণ, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নয়। আসলে ভারত অধিনায়ক রোহিত শর্মা এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এরপরই বিসিসিআই জানিয়ে দেয়, তাঁরা এই নিয়ে আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠকে বসে আগামী আইপিএলে এই নিয়ম থাকবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে ভারতের হয়ে টেস্টে দ্রুততম ৫০০ উইকেটের মালিক বলছেন, ইমপ্যাক্ট প্লেয়ার রুল উঠে গেলেও বড় রান ওঠা থামবে না।
আরও পড়ুন-ইংল্যান্ড ক্রিকেটারদের বাড়ি যাওয়া বন্ধ, আগামী IPL নিয়ে বড় বার্তা অরুণ ধুমলের
সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল যদি নাও থাকে, তাহলেও এত বড় রান উঠবে ম্যাচে। কারণ এটা সময়ের সঙ্গেই বদল হচ্ছে। শুধু ব্যাটারদের নয়, বোলারদেরও এখন বড় শট খেলতে জানতে হবে। কারণ খেলা এখন সেদিকে এগোচ্ছে, যেখানে শুধু ভালো বোলিং করতে জানলেই হবে না, ব্যাটিংও পারতে হবে ’।
আরও পড়ুন-IPL 2024-চল বন্ধু…আরও একবার লড়াই হয়ে যাক...ম্যাচের আগে কে দিয়েছিলেন বিরাটকে এমন বার্তা?
অশ্বিন নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘ আমি বোলিং অ্যাকশনে সামান্য কিছু পরিবর্তন করেছি। শেষ ৬-৭ ম্যাচ ধরেই দেখছি, নিজের ছন্দ ফিরে পেয়েছি। আমার প্ল্যানটা খুব সোজা, বোলিংয়ের ক্ষেত্রে লাইন এবং লেন্থে বৈচিত্র আনা, সেটা ঠিকভাবে আমি করেছি বলে উইকেট পেয়েছি’। শুক্রবার আইপিএলের কোয়ালিফায়ার ২-তে রাজস্থান রয়্যালসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ।