২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একজন আনক্যাপড খেলোয়াড় হিসাবে খেলবেন এমএস ধোনি? এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। উল্লেখযোগ্য ভাবে, পরের মরশুমের মেগা নিলামের আগে আইপিএলে ধোনির ভবিষ্যত নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সেখানে এই প্রসঙ্গটি নতুন মাত্রা যোগ করেছে।
আইপিএলের একটি বিধানে বলা রয়েছে যে, পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের আনক্যাপড বলা যেতে পারে। যাইহোক, নিয়মটি ২০২১ সালে বিলুপ্ত করা হয়েছিল। ধোনি ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। নিয়ম অনুসারে তাঁকে এখনও একজন আনক্যাপড খেলোয়াড় বলা চলে না। তবে এমন খবর শোনা যাচ্ছে যে, দশটি ফ্র্যাঞ্চাইজিই এই নিয়মটি ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা করছে। ধোনিকে একজন আনক্যাপড খেলোয়াড় হিসাবে খেলানোর বিষয়ে অশ্বিন দাবি করেছেন, সবাই এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবেই, কারণ এতে কিংবদন্তি উইকেটরক্ষকের আইপিএল ভবিষ্যত জড়িত রয়েছে।
অশ্বিন তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘ধোনি কি আনক্যাপড খেলোয়াড় হিসাবে খেলবেন? এটা একটা বড় প্রশ্ন। বহু বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তিনি অবসর নিয়েছেন। তাই তিনি একজন আনক্যাপড খেলোয়াড়। তিনি একজন ক্যাপড খেলোয়াড় নন। তবে ধোনির মতো একজন কি আনক্যাপড খেলোয়াড় হিসাবে খেলতে পারেন? এই নিয়ে তো আলোচনা হবেই।’
আরও পড়ুন: ২১ বছর ২৪ দিন বয়সে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে ইতিহাস আমনের, ভাঙলেন ৮ বছর আগের সিন্ধুর রেকর্ড
২০২৫ সালের মেগা নিলামের আগে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দু'টি আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। তাই ধোনি যদি আনক্যাপড প্লেয়ার ব্র্যাকেটের অধীনে আসে, চেন্নাই সুপার কিংস তাদের খেলোয়াড়দের মূল ইউনিট অক্ষত রেখে তাঁকে ধরে রাখতে সক্ষম হবে। তদুপরি, যদি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বজায় থাকে, তবে কিংবদন্তি ক্রিকেটার তাঁর দলের জন্য খাঁটি ব্যাটার হিসাবে খেলতে পারেন।
আরও পড়ুন: চোট না থাকলে আরও চার মিটার বেশি ছুড়তে পারতাম… সোনা হারিয়ে আফসোস নীরজ চোপড়ার
যাইহোক, আইপিএল ২০২৪-এ রান ফেস্টের পর, বিসিসিআই-এর তরফে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি চালিয়ে যাওয়ার সম্ভাবনা হয়তো নেই। আর সেটা হলে, ধোনির জন্য আইপিএলে খেলাটা কঠিন হয়ে উঠতে পারে। ৪৩ বছর বয়সী তারকাকে নিয়ে এখনও বড় উন্মাদনা রয়েছে। এবং ধোনি যদি আইপিএলে সিএসকে-র হয়ে না খেলে, তবে ২০২৫ সংস্করণে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি কিন্তু ভালো ভাবে প্রভাব ফেলতে পারে। যেটা চেন্নাই ফ্র্যাঞ্চাইজি এবং আইপিএলের জন্য সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে।