সকলকে অবাক করে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে গ্রেট অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম। তবে তাঁর এই হঠাৎ অবসর গ্রহণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নানা মুনির নানা মতের মতো একেক জন একেক রকমের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তবে অশ্বিন নিজে খুব স্পষ্ট করেই জানিয়েছিলেন যে এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
গতকাল BCCI-এর এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশ্বিন। সেখানে ভারতীয় দলের এই প্রাক্তন অলরাউন্ডারকে তাঁর অসাধারণ কেরিয়ারের জন্য বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ওই অনুষ্ঠানেই রবিচন্দ্রন অশ্বিনের থেকে জানতে চাওয়া হয় এখন তাঁকে সারাদিন বাড়িতে দেখে তাঁর পরিবারের লোকেরা কীভাবে রিয়্যাক্ট করেন। মজা করে অশ্বিন বলেন, ‘ওরা আমাকে বের করে দিয়েছে, ইতিমধ্যে তারা আমায় অনেক সহ্য করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘দেখুন, আমি এর আগে একটানা খুব বেশিদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারিনি। আমি আগে আমার সন্তানদের ড্রপ করে আসতাম। তবে ড্রপ এবং পিকআপ করাটা আমার প্রতিদিনের রুটিন ছিল না। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে এখন বিষয়টা আমি উপভোগ করছি।’
একই সঙ্গে সচিন তেন্ডুলকর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অশ্বিন জানান যে নিজের ছেলেবেলার হিরোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটা একটা অসাধারণ মুহূর্ত। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সচিন তেন্ডুলকরের পাশে দাঁড়ানো এবং তাঁর সঙ্গে খেলা। এটা একটা মধ্যবিত্ত ঘরের ছেলের কাছে স্বপ্ন পূরণের থেকে কম কিছু ছিল না।’
নিজের ক্রিকেট কেরিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার পুরো কেরিয়ারটা খুবই অসাধারণ ছিল, তাই বিশেষ একটা পারফরম্যান্স বেছে নেওয়া আমার পক্ষে কঠিন। আমার কাছে পুরো যাত্রাটা ছিল আবিষ্কার এবং পুনঃআবিষ্কারের। একজন ক্রিকেটার এবং ব্যক্তি হিসাবে আমি নিজেকে অনেক উন্নত করেছি। এই যাত্রাপথে অনেক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে।’ এছাড়াও এদিন অশ্বিন জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই আইপিএল খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ২০২৫-এ তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।