অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ৭ ওভার বল করে ৪১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তাঁর নেওয়া গুরুত্বপূর্ণ উইকেটের মধ্যে রয়েছে ডেভিড ওয়ার্নার। এলবিডব্লু করে ওয়ার্নারকে ফিরিয়ে দেন তিনি। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২১৭ রানে অলআউট হয়ে যায় অজিরা। তবে ইন্দোরে ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। এই দুই ব্যাটার শতরান করেন। এছাড়াও কেএল রাহুল, সূর্যকুমার যাদব করেন অর্ধশতরান। ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে মেন ইন ব্লু ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে।
৪০০ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে যে কোনও দলই চাপে থাকে। এই ম্যাচেও ঠিক সেটাই হয়। প্রথম থেকেই পরপর উইকেট হারাতে থাকে অজিরা। যদিও বৃষ্টির জন্য ওভার এবং টার্গেট কমে আসে। কিন্তু তাতেও ম্যাচ জিততে পারেনি তারা। ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেন। এই ম্যাচে যেমন অশ্বিন তিন উইকেট নিয়েছেন, ঠিক তেমনই জাদেজাও ৫.২ ওভার বল করে ৪২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। প্রসিধ কৃষ্ণা ২ এবং মহম্মদ শামি একটি মাত্র উইকেট নিয়েছেন। এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।
আর সেই সঙ্গে এদিন বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন অশ্বিন। বিশেষ করে ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়ে তিনি ভারতীয় স্পিনাররা সবচেয়ে বেশিবার একই ক্রিকেটারকে আউট করেছেন, সেই তালিকায় জায়গা করে নিলেন তিনি। অশ্বিন সবচেয়ে বেশিবার আউট করে ড্রেসিংরুমে ফিরেয়ে দিয়েছেন বেন স্টোকসকে। ১৫ বার ইংল্যান্ড তারকাকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ডেভিড ওয়ার্নার চলে এলেন দ্বিতীয় স্থানে। অর্থাৎ এই নিয়ে ১৪ বার ওয়ার্নারকে ফেরালেন অশ্বিন। তাঁর ঠিক পরেই রয়েছেন শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে। লঙ্কান ক্রিকেটারকে ১৪ বার ফিরিয়ে দিয়েছেবন রবিচন্দ্রন। চতুর্থ স্থানে রয়েছেন অনীল কুম্বলে। যিনি অরবিন্দ ডি সিলভাকে ১৪ বার আউট করেছেন। সেদিক থেকে দেখতে গেলে ভারতীয় স্পিনারদের মধ্যে অশ্বিনই প্রথম তিনটি জায়গা দখল করে রয়েছেন।
দীর্ঘদিন পর ওডিআই খেলতে নামা অশ্বিন যে বেশ ভালো ফর্মে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি যদি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পায়, তাহলেও এই পারফরম্যান্স অনেকটাই স্বস্তিতে রাখবে টিম ম্যানেজমেন্টকে, তা বলার অপেক্ষা রাখে না। এরপরই ভারতীয় দলের আরও এক স্পিনার যুজবেন্দ্র চাহাল টুইট করে লিখেছেন, 'রবিচন্দ্রন অশ্বিন নামটাই যথেষ্ট।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে