ICC Champions Trophy-র সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে। নিঃসন্দেহে তিনি ভালোই খেলেছেন এবারের প্রতিযোগিতায়। ব্যাট হাতে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। ফাইনালেও একটা সময় তিনি যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে ঘুম ছুটে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল ভারতের। যদিও কুলদীপ ম্যাজিকে তিনি আউট হন।
জোড়া শতরান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাচিন
ফাইনাল এবং গ্রুপ স্টেজের ম্যাচে, ভারতীয় দলের বিরুদ্ধে অবশ্য দলকে জেতাতে পারেননি রাচিন রবীন্দ্র। অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর পারফরমেন্স ছিল মোটামুটি, খুব ভালো বলা যাবে না। সেমিফাইনালে দঃ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান করেছিলেন তিনি, তবে এটাও মাথায় রাখবে হবে পাকিস্তানের পিচে এমনিতেই বোলাররা তেমন সুবিধা পাননা। ফলে ফ্ল্যাট পিচে তিনি পান পেয়েছিলেন।
রাচিনের পুরস্কার পাওয়ায় দ্বিমত অশ্বিনের
খেলায় অবদান রাখা বা দলের জয়ের ক্ষেত্রে অবদার রাখার বিষয়ে তাই রাচিন রবীন্দ্রকে বেশি মার্কস দিচ্ছেন না টেস্টে ৫৩৭ উইকেটের মালিক রবীচন্দ্রন অশ্বিন। বরং তাঁর মনে হচ্ছে, এক্ষেত্রে আইসিসির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বাছাইটি ঠিকঠাক হয়নি। রাচিন রবীন্দ্রর হাতে নয়, বরং ভারতীয় দলের এই ক্রিকেটারের এই পুুরস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি।
বরুণ ওডিআইতে নেমেই পাঁচ উইকেট নেন
তামিলনাড়ুর স্পিনার বরুণ চক্রবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে সুযোগই পাননি। তৃতীয় ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এক প্রকার পরীক্ষামুলকভাবেই বরুণকে খেলাতেই ওডিআইতে স্বপ্নের অভিষেক হয় তাঁর। জাদেজার হাত থেকে ওডিআই ক্যাপ পাওয়া বরুণ সেই ম্যাচে তুলে নেন পাঁচটি উইকেট, হন ম্যাচের সেরা। এরপর ভারতীয় ওডিআই দলেরও নিয়মিত সদস্য হয়ে যান তিনি।
অশ্বিনের চোখে সেরা বরুণ
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বরুণ আউট করেন বিপজ্জনক ব্যাটার ট্র্যাভিস হেড এবং বেন ডার্শিসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও বরুণ তোলেন দুটি উইকেট। এক্ষেত্রে তাঁর শিকারের তালিকায় নাম লেখান ওপেনার উইং ইয়ং এবং মারকুটে ব্যাটার গ্লেন ফিলিপস। তাঁর এই পারফরমেন্সের পরই রবিচন্দ্রন অশ্বিন বলছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারটা রাচিন রবীন্দ্রর নয়, প্রাপ্য ছিল বরুণ চক্রবর্তীর।
অশ্বিন বলছেন, পার্থক্য গড়ে দিয়েছে বরুণ
অশ্বিন বলছেন, ‘যে যাই বলুক না কেন, আমার মনে হয় প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হওয়া উচিত ছিল বরুণ চক্রবর্তীর। ও প্রথম থেকে খেলেনি, এরপর যখন খেলা শুরু করেছে অনেক পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। আমার মনে হয়, বরুণ চক্রবর্তী না থাকতে খেলার ফল অন্যরকম হতেও পারত। ও দলের খেলায় একটা এক্স ফ্যাক্টর এনে দিয়েছিল। আমি যদি বিচারক হতাম, তাহলে আমি এই পুরস্কার বরুণকেই দিতাম, কারণ প্রায় প্রতি ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছে বরুণই। ’।
ফিলিপসকে আউটের প্রসঙ্গ
এরপরই অশ্বিন টেকনিক্যালি বোঝান, কেন বরুণের এই উইকেট পাওয়া উচিত। তিনি বলেন, ‘গ্লেন ফিলিপসের উইকেটটা দেখলে বোঝা যাবে, ও যেহেতু স্টাম্প কভার করেনি তাই উইকেট থেকে একটু দুরে গিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করে ওকে গুগলি করেছিল বরুণ। তাই আমার মনে হয় এমন ক্রিকেটারকেই ম্যান অফ দ্য সিরিজ দেওয়া উচিত, যে খেলায় পার্থক্য গড়ে দিতে পারে ’। প্রসঙ্গত বরুণ চক্রবর্তী এই প্রতিযোগিতায় মোট ৯টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে টুর্নামেন্ট শেষ করেন।