আর মাত্র দিন চারেকের অপেক্ষা। তারপরই ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারতীয় দল। এবারে দুবাইয়ের মাটিতেই ভারতীয় দল তাঁদের সব ম্যাচ খেলবে। পাকিস্তান থেকে সরিয়ে হাইব্রিড মডেলে ভারতীয় দলের ম্যাচগুলো দেওয়া হয়েছে দুবাইতে। এখানকার মাঠে অবশ্য ২০২১ টি২০ বিশ্বকাপের স্মৃতি খুব একটা ভালো নয় ভারতের।
দুবাইতে বোলাররা আদৌ সুবিধা পাবেন?
দুবাইতে এমনিতে ফ্ল্যাট উইকেট লক্ষ্য করা যায়। অর্থাৎ ব্যাটিং সহায়ক। তবে স্পিনার-ফাস্ট বোলাররা কিছুক্ষেত্রে লড়াইয়ের জমি পান বটে। কিন্তু ভারতীয় দলের এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে তাতে খুঁত খুঁজে পেলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। কারণ ভারতীয় দলের বোলিং অ্যাটাকে রয়েছে প্রায় পাঁচজন স্পিনার।
রোহিতের মাস্টারস্ট্রোক ক্লিক করবে?
কয়েক মাস আগে টি২০ বিশ্বকাপের সময় ভারতীয় দল চার স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে গেছিল। সেখানকার স্লো পিচ অনুযায়ী রোহিত শর্মাদের মাস্টারস্ট্রোক ক্লিক করে গেছিল। ভারতের স্পিনাররা বেশ ভালোই বোলিং করেছিলেন। কিন্তু দুবাইয়ের পিচ তো অনেক আলাদা, সেখানে এত স্পিনার নিয়ে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হয়েছে? উত্তর দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
টিম ইন্ডিয়ার স্কোয়াডে পাঁচ স্পিনার-
ভারতীয় দলের দুই স্পিনার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী স্কোয়াডে আছেন বোলার হিসেবেই, কারণ তাঁদের ব্যাটের হাত খুব ভালো নয়। অন্যদিকে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দলে আছেন অলরাউন্ডার স্পিনার হিসেবে। আর স্কোয়াডে এই পাঁচজন স্পিনারের থাকাকেই খুব একটা ভালো চোখে দেখছেন না টেস্টে ভারতের হয়ে ৫৩৭ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন।
পাঁচ স্পিনারে অখুশি অশ্বিন-
নিজের ইউটিউব চ্যানেলে দল নিয়ে কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘পাঁচজন স্পিনার দুবাইতে? আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটু বেশি স্পিনার নিয়ে যাচ্ছি আমরা। হার্দিকের পাশাপাশি অক্ষর আর জাদেজা এই মূহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার, তাই ওরা তিনজনেই খেলবে। আর ওদিকে কুলদীপ যাদবও খেলবে ’।
বরুণকে খেলাতে গেলে, পেসার বসাতে হবে-
ভারতীয় স্কোয়াডে কদিন আগেই বরুণ চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ায় দলে আসেন হর্ষিত রানা। অশ্বিন মনে করছেন, একান্তই যদি ভারত এক পেসারে না খেলে তাহলে বরুণের প্রথম একাদশে আসার সম্ভাবনা কম। অশ্বিন বলছেন, ‘যদি বরুণ চক্রবর্তীকে খেলাতে হয়, তাহলে একজন পেসারকে বসাতে হবে। সেক্ষেত্রে হার্দিককে দ্বিতীয় পেসার হিসেবে খেলাতে হবে। আর নাহলে একজন স্পিনারকে বসিয়ে একজন সিমার খেলাতে হবে ’।