একটা নেহাত বিশ্বকাপ নয়, ভারতের কাছে এই ট্রফিটার দাম তার থেকেও বেশি কিছু ছিল। ২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি ট্রফি না জেতায় ভারতকে যে কটাক্ষের মুখে পড়তে হত, তারপরে যেভাবে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল, তাতে শুধু যে রোহিত শর্মা বা বিরাট কোহলিরা আবেগে ভেসে গেলেন, তা নয়। বিশ্বকাপটা আবেগে ভাসিয়ে দিল রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন উথাপ্পাদেরও। অশ্বিন এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না। তিনি তো এখনও ভারতের খেলোয়াড়। শেষ ২০ মাসের মধ্যে তিনটি আইসিসি টুর্নামেন্টের নক-আউটে যে ভারতীয় দলের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই দলে ছিলেন অশ্বিন। আর তাই এবার দলে না থাকলেও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই আবেগ ধরে রাখতে পারেননি। আবেগে ভেসে গিয়ে স্ত্রী প্রীতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ভারতের তারকা অফস্পিনার। একইভাবে আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটার উথাপ্পাও। যিনি লাইভ অনুষ্ঠানেই কেঁদে ফেলেন।
'খেলোয়াড়দের যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল…..'
যে অনুষ্ঠানে উথাপ্পা কেঁদে ফেলেন, সেটা অশ্বিনের ইউটিউব চ্যানেলে হচ্ছিল। শনিবার রাতে ভারত বিশ্বকাপ জেতার পরে সেই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন তারকা বলেন, 'আমি প্রত্যেক খেলোয়াড়ের কথা ভাবছিলাম। তারা প্রত্যেকে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, (সেটা ভাবছিলাম)। আমি যদি এই অনুষ্ঠানের মধ্যে আবেগতাড়িত হয়ে পড়ি, সেটার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। গত চার-পাঁচ বছর ধরে প্রত্যেক খেলোয়াড়কে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে সমালোচনার মুখে পড়তে হয়েছে, যে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে, (সেটা ভাবছিলাম)। তুমি (অশ্বিনকে দেখিয়ে) নিজেও সেটার শিকার হয়েছো। এরকম বিষয়গুলি কেমন লাগে, তুমিও জানো।'
সেই কথাটা বলার পরেই গলা ধরে আসে উথাপ্পার। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেন, ‘লড়াই করা, কঠিন পরিস্থিতির মধ্যে থাকা, প্রতি মুহূর্তে ট্রোলিং ও ঘৃণার মুখে পড়ার বিষয়টা সহজ নয়। দক্ষতা নিয়ে লাগাতার প্রশ্নচিহ্ন তোলার মাধ্যমে এমন একটা জায়গায় ঠেলে দেওয়া হয়, যে জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিয়েই খেলোয়াড়দের নিজের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়।’
চোখের জল থামাতে পারেননি উথাপ্পা
তারপর কেঁদে ফেলেন উথাপ্পা। চোখের জল থামানোর চেষ্টা করেন। কিন্তু কোনওভাবেই সেটা পারছিলেন না। হৃদয় থেকে বেরিয়ে আসা কথাগুলি বলতে থাকেন। তিনি বলেন, ‘আমি প্রত্যেক খেলোয়াড়ের অনুভূতিটা খুব ভালোভাবে অনুভব করতে পারছি। ভারত বিশ্বকাপ জেতার পরে ২০ মিনিট ধরে আমি প্রত্যেক খেলোয়াড়ের জন্য কেঁদেছি। ভারতের হয়ে খেলা একজন ক্রিকেটার হিসেবে ঈশ্বরের কাছে মাথানত করে বলেছি যে ধন্যবাদ। এই জয়টার জন্য ধন্যবাদ। এই জয়টা দীর্ঘদিন ধরেই আসার কথা ছিল। যারা ভারতের হয়ে খেলেছে, তারা জানে যে কীরকম জঘন্য পরিস্থিতির মুখে পড়তে হয়।’
সেই প্রসঙ্গে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মাদের কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা তুলে ধরেন উথাপ্পা। তিনি বলেন, ‘এতদিন যে বোঝাটা ছিল, সেটা নেমে গিয়েছে বলে ভারতের প্রাক্তন খেলোয়াড় হিসেবেও আমিও স্বস্তিবোধ করছি। এতদিন আমার উপরেও বোঝা হয়েছিল।’ সেই স্বস্তিবোধের অনুভূতিটা তাঁর শরীরের ভাষা দেখেই বোঝা যাচ্ছিল।
আবেগে ভেসে যান ‘আবেগকে চেপে রাখা’ অশ্বিনও
তাঁর কথা শুনে আবেগে ভেসে যান অশ্বিনও। তারপর নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। ভারতের তারকা অফস্পিনার বলেন, ‘রবস (উথাপ্পা) তুমি জানো যে আমি খুব একটা আবেগপ্রবণ লোক নই। আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখি। কিন্তু আমি জানি না যে কী হয়েছিল, (ভারত বিশ্বকাপ জেতার পরের) ১০ টা মিনিট আমি চোখ থেকে জল পড়া বন্ধ হচ্ছিল না। আমি শুধু স্ত্রী'কে জড়িয়ে ধরে (আবেগে ভেসে যাচ্ছিলাম)।’