বৃহস্পতিবার থেকেই শুরু ভারতীয় ক্রিকেট দলের এবারের টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের অভিযান। প্রথম ম্যাচে মেন ইন ব্লুজদের সামনে আফগানিস্তান। এবারের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মতো দলকে টেক্কা দিয়েছে আফগানরা। তাছাড়া একই পরিবেশে গ্রুপ স্টেজের ম্যাচ খেলেছে, সেখানে ভারতীয় দল খেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই মানিয়ে নেওয়ার সামান্য চ্যালেঞ্জ রয়েছে কোহলিদের সামনেও। তবে ভারতীয় দলের সব থেকে বড় চ্যালেঞ্জের নামই এখন বিরাট কোহলি। এবারের টি২০ বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান, যা একদমই বিরল। এই পরিস্থিতিতে কোহলিকে রানের মধ্যে ফেরানোই সুপার এইট স্টেজে প্রধান কাজ রাহুল দ্রাবিড়দের। এরই মধ্যে কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে বড় বার্তা দিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ।
আরও পড়ুন-সুপার ৮-এ নামার আগে ফিলগুড মেজাজে কোহলি-হার্দিকরা, খেললেন বিচ ভলিবল!দেখুন ভিডিয়ো
ভারতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন করলেও করতে পারে। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে ওপেনিংয়ে এনে বিরাটকে ফের তিন নম্বরে পাঠানো হতে পারে। অথবা আফগানিস্তান দলের বিরুদ্ধে কিছুটা বাধ্য হয়েই পরীক্ষামূলকভাবে ঋষভ পন্তকেও ওপেনিংয়ে পাঠানো হতে পারে, সেক্ষেত্রে নিজের পছন্দের তিন নম্বরে ব্যাট করতে পারবেন কোহলি। ভারতীয় দলের চেজমাস্টার খ্যাত কোহলি এখন নিজেই নিজের ফর্ম তাড়া করে বেড়াচ্ছেন, যা মোটেই ভালো দিক নয়। তাই দ্রুত তাঁকে ছন্দে আনতে চাইছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন এবং প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা।
আরও পড়ুন-ভিডিয়ো-KKR-কে চ্যাম্পিয়ন করবে বলে রাজনীতি ছেড়েছেন গম্ভীর! বড় দাবি নাইট তারকার
জাতীয় দলে বিরাটের দীর্ঘদিনের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘বিরাট কোহলি রান না পেলেও তাঁর আত্মবিশ্বাসে কোনওরকম ঘাটতি হয় না। ওকে যদি তিন নম্বরে আনা হয় তাহলে কোহলি বলবে, তুমি আমায় তিনে নিয়ে এসেছ, এবার দেখ আমি কি করতে পারি। এরকমভাবেই কোহলি ব্যাটিং করবে। আমি ওকে চিনি বলে এই কথাটা বলতে পারছি ’।
জাতীয় দলে কোহলির এক সময়ের সতীর্থ রবিন উথাপ্পা বলছেন, ‘আমি গত ম্যাচের পর বিরাট কোহলির ফিজিওলজি দেখেছি। শরীরি ভাষা বলে দিচ্ছিল ওর মধ্যে ঠিক কতটা আত্মবিশ্বাস রয়েছে যখন দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে ও কথা বলছিল। নিজের খেলাটা কোহলি খুব ভালো মত জানে। নিজের ভালো- খারাপ দিকগুলো সম্পর্কেও ওয়াকিবহল। নিজের ক্ষমতা আর দক্ষতা সম্পর্কে ওর ধারনা থাকায়, বিরাট নিজেও জানে যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা যখন তখন কাটিয়ে ওঠা সম্ভব’।
আরও পড়ুন-দুর্বল অভিষেক, মায়াঙ্কের বিরুদ্ধে ফ্লায়িং কিস,বিরাটের বেলায় দম শেষ! জবাব দিলেন রানা
উল্লেখ্য আফগানিস্তান এবং বাংলাদেশ ম্যাচের পরই বিরাটসহ ভারতীয় দলের আসল পরীক্ষা শুরু। কারণ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাঁরা। এদিক অজিদের মুখোমুখি হওয়ার পর থাকবে সেমিফাইনাল এবং ফাইনাল। তাই যেভাবেই হোক, আফগানিস্তান বা বাংলাদেশ ম্যাচ থেকেই আইপিএলের সর্বোচ্চ রানের মালিক কোহলিকে রানের মধ্যে ফিরতে দেখতে চাইছেন রোহিত শর্মা।