দু সপ্তাহ কাটতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। তিন ম্যাচের টেস্ট সিরিজের একটিতেও জিততে পারেনি ভারত। ম্যাচও কোনও টেস্টেই পাঁচদিন ঠিকভাবে গড়ায়নি। এমনই অবস্থা ছিল দুই দলের ব্যাটারদের। কিন্ত দিনের শেষে ফলাফলটাই শেষ কথা। আর সেখানেই ভারতকে পিছনে ফেলে বাজিমাত করেছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
সিরিজ হারের আক্ষেপ যাচ্ছে না অশ্বিনের-
ভারতীয় ক্রিকেট দলের এই মূহূর্তে টেস্ট ফরম্যাটের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্ট সম্প্রতি ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার পর অশ্বিন শতরান করে ম্যাচে সম্মান বাঁচিয়েছিলেন টিম ইন্ডিয়ার। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার জ্বালা তাড়া করছে তাঁকে।
স্যান্টনারদের দাপটে কুপোকাত রোহিতরা-
বেঙ্গালুরুতে যখন প্রথম টেস্টে ম্যাট হেনরিদের দাপটে ভারতীয় দল ৫০-এর গণ্ডিও টপকাতে পারেনি, তখন রোহিত শর্মা-গৌতম গম্ভীররা সিদ্ধান্ত নিয়েছিলেন পরের টেস্টেই চেনা অস্ত্র স্পিন দিয়েই বাজিমাত করবেন তাঁরা। কিন্তু আসল সময় কাজে আসেনি সেই টোটকা। উল্টে কিউয়ি স্পিনাররাই বাজিমাত করে ভারতীয় ব্যাটারদের নাস্তানাবুদ করে পরপর টেস্ট জিতে নিয়েছেন। আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারদের সামনে কোনও উত্তরই খুঁজে পাননি বিরাট, রোহিত, সরফরাজরা।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
ভারতের পাতা ফাঁদে পড়েনি নিউজিল্যান্ড-
স্পিন উইকেটে পুণে ও মুম্বইতে খেলতে চেয়েছিল ভারত, কারণ দলে দুই অভিজ্ঞ স্পিনার অশ্বিন এবং জাদেজা ছিলেন। জাদেজা সফল হলেও ডানহাতি অশ্বিন তেমন নজরও কাড়তে পারেননি সিরিজে। আর প্রথমবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা নিয়েই মাঠ ছেড়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। যা নিয়ে এখনও আক্ষেপ যাচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের।
বুকটা ফেটে গেছে এই সিরিজ হারে-
ভারতীয় দলের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘আমরা নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হেরেছি, আমি খবরে দেখেছিল যে এরকম অতীতে কখনই হয়নি। আমি জানিনা কীভাবে এই পরিস্থিতিতে কাজ করা উচিত। এমনিতে খেলার সময় আমরা খুব বেশি আবেগকে কাজে লাগাই না। তবে এটা নিঃসন্দেহে এবার বুক ফাটা অভিজ্ঞতা। এটাই আমার মনে হয় সঠিক শব্দ, পুরো পরিস্থিতি ব্যখ্যা করার। খেলা শেষের পর ২-৩দিন আমি বুঝতেই পারিনি, আমার কি করা উচিত বা কি বলা উচিত ’।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
আমারও সমান দোষ আছে-
অশ্বিন আরও বলছেন, ‘আমি নিজের থেকে অনেক কিছু আশা করি। আমি সবসময়ই বলি খারাপ কিছু হলে তাঁর জন্য দায়ি আমি। আর এই সিরিজ হারের জন্যেও আমি সমানভাবেই দোষি। ব্যাট হাতে লোয়ার অর্ডারে আমি তেমন কিছু করতে পারিনি। আর বল হাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও, সবক্ষেত্রে সফল হইনি ’।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তা কঠিন-
প্রসঙ্গত এই অপ্রত্যাশিত সিরিজ হোয়াইটওয়াশের ফলে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই কার্যত ছিটকে যেতে বসেছে, নিউজিল্যান্ড সিরিজের আগে পয়েন্ট তালিকায় শীর্ষে বসে থাকা রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২২ নভেম্বর থেকে পার্থ এ শুরু ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফি, সেখানেই মিরাকেল ঘটাতে হবে বিরাট কোহলি, যশস্বী জয়লওয়ালদের।