সামনে থেকে নেতৃত্ব দেওয়া বোধহয় একেই বলে। একের পর এক বড় ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে ব্যাটে-বলে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করালেন, তাতে তামিলনাড়ু প্রিমিয়র লিগে দৃষ্টান্ত স্থাপন করলেন বলা যায়।
এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে এবার টিএনপিএলের ফাইনালে ব্যাটে বলে জ্বলে উঠলেন অশ্বিন। চিপকে কোবাই কিংসকে হারিয়ে তামিলনাড়ু প্রিমিয়র লিগের খেতাব জিতল ডিন্ডিগুল ড্রাগনস।
অশ্বিন এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পরপর ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। এবার ফাইনালেও তার পুরনাবৃত্তি করলেন রবিচন্দ্রন। অর্থাৎ ফাইনাল ম্যাচেও দাপুটে অর্ধশতরান করেন তিনি। সুতরাং, প্লে-অফের টানা তিনটি ম্যাচেই ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেন অশ্বিন।
রবিবার চিপকের ফাইনালে টস জেতেন ডিন্ডিগুলের ক্যাপ্টেন অশ্বিন। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কোবাই কিংসকে। কোবাই কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে। ১২ বলে ২২ রান করেন এস সুজয়। ৯ বলে ১১ রান করেন সুরেশ কুমার। ১৪ বলে ১৪ রান করেন সাই সুদর্শন।
রাম অরবিন্দ ২৬ বলে ২৭ রান করেন। ১৭ বলে ২৫ রান করেন আতিক উর রহমান। ২২ বলে ১৫ রান করেন এম মহম্মদ। ক্যাপ্টেন শাহরুখ খান ৭ বলে ৩ রান করে মাঠ ছাড়েন।
ডিন্ডিগুলের হয়ে ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন পি বিগনেশ। ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। সন্দীপ ওয়ারিয়রও ৪ ওভারে ২৬ রান খরচ করে একজোড়া উইকেট সংগ্রহ করেন। রবিচন্দ্রন অশ্বিন কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ডিন্ডিগুল ড্রাগনস ১৮.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। তিন নম্বরে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৪৬ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।
অশ্বিন চিপক সুপার গিল্লিসের বিরুদ্ধে টিএনপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন। পরে তিরুপুর তামিলান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩০ বলে ৬৯ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন রবিচন্দ্রন। এবার ফাইনালেও করলেন অনবদ্য অর্ধশতরান।
এছাড়া কোবাই কিংসের বিরুদ্ধে ফাইনালে বাবা ইন্দ্রজিৎ করেন ৩২ রান। ২৭ রানে নট-আউট থাকেন শরৎ কুমার। ম্যাচের সেরা হন অশ্বিন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শাহরুখ খান। তিনি এবারের তামিলনাড়ু প্রিমিয়র লিগে ২২৫ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন।