বাংলা নিউজ > ক্রিকেট > TNPL 2024 Final: টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি অশ্বিনের, ফাইনালের সেরা হয়ে চ্যাম্পিয়ন করালেন দলকে

TNPL 2024 Final: টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি অশ্বিনের, ফাইনালের সেরা হয়ে চ্যাম্পিয়ন করালেন দলকে

টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি অশ্বিনের। ছবি- টিএনপিএল।

Ashwin slams 3rd consecutive half-century: তামিলনাড়ু প্রিমিয়র লিগের এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে এবার ফাইনালেও দাপুটে হাফ-সেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন।

সামনে থেকে নেতৃত্ব দেওয়া বোধহয় একেই বলে। একের পর এক বড় ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে ব্যাটে-বলে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করালেন, তাতে তামিলনাড়ু প্রিমিয়র লিগে দৃষ্টান্ত স্থাপন করলেন বলা যায়।

এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পরে এবার টিএনপিএলের ফাইনালে ব্যাটে বলে জ্বলে উঠলেন অশ্বিন। চিপকে কোবাই কিংসকে হারিয়ে তামিলনাড়ু প্রিমিয়র লিগের খেতাব জিতল ডিন্ডিগুল ড্রাগনস।

অশ্বিন এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পরপর ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন। এবার ফাইনালেও তার পুরনাবৃত্তি করলেন রবিচন্দ্রন। অর্থাৎ ফাইনাল ম্যাচেও দাপুটে অর্ধশতরান করেন তিনি। সুতরাং, প্লে-অফের টানা তিনটি ম্যাচেই ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করেন অশ্বিন।

রবিবার চিপকের ফাইনালে টস জেতেন ডিন্ডিগুলের ক্যাপ্টেন অশ্বিন। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কোবাই কিংসকে। কোবাই কিংস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে। ১২ বলে ২২ রান করেন এস সুজয়। ৯ বলে ১১ রান করেন সুরেশ কুমার। ১৪ বলে ১৪ রান করেন সাই সুদর্শন।

আরও পড়ুন:- Paris Olympics India's Day 10 Schedule: সোমবার ব্রোঞ্জ মেডেল ম্যাচ লক্ষ্য সেনের, দেখুন ভারতের দশম দিনের সম্পূর্ণ সূচি

রাম অরবিন্দ ২৬ বলে ২৭ রান করেন। ১৭ বলে ২৫ রান করেন আতিক উর রহমান। ২২ বলে ১৫ রান করেন এম মহম্মদ। ক্যাপ্টেন শাহরুখ খান ৭ বলে ৩ রান করে মাঠ ছাড়েন।

ডিন্ডিগুলের হয়ে ৪ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নেন পি বিগনেশ। ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। সন্দীপ ওয়ারিয়রও ৪ ওভারে ২৬ রান খরচ করে একজোড়া উইকেট সংগ্রহ করেন। রবিচন্দ্রন অশ্বিন কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করেন।

আরও পড়ুন:- Sri Lanka Beat India: জলে গেল রোহিতের মারকাটারি হাফ-সেঞ্চুরি, শ্রীলঙ্কার ২৪০ রান তাড়া করতে নেমে হেরে বসল ভারত

জবাবে ব্যাট করতে নেমে ডিন্ডিগুল ড্রাগনস ১৮.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। তিন নম্বরে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন ৫২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৪৬ বলের ইনিংসে তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- Paris Olympics Shooting: ২১ জন শুটার, ৩টি পদক, প্যারিস অলিম্পিক্সের নিশানাবাজিতে কেমন খেলল ভারত?

অশ্বিন চিপক সুপার গিল্লিসের বিরুদ্ধে টিএনপিএল ২০২৪-এর এলিমিনেটর ম্যাচে ৫৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন। পরে তিরুপুর তামিলান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩০ বলে ৬৯ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে নট-আউট থাকেন রবিচন্দ্রন। এবার ফাইনালেও করলেন অনবদ্য অর্ধশতরান।

এছাড়া কোবাই কিংসের বিরুদ্ধে ফাইনালে বাবা ইন্দ্রজিৎ করেন ৩২ রান। ২৭ রানে নট-আউট থাকেন শরৎ কুমার। ম্যাচের সেরা হন অশ্বিন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শাহরুখ খান। তিনি এবারের তামিলনাড়ু প্রিমিয়র লিগে ২২৫ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন।

ক্রিকেট খবর

Latest News

‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.