বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। কথায় কথায় বিভিন্ন দল, ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করে থাকেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। এমনিতে ক্রিকেটার হিসেবে তাঁর সুনাম থাকলেও সাম্প্রতিককালে বিভিন্ন কথাবার্তার জন্য তাঁর দুর্নামই বেশি হয়েছে। নিজের দল সেমিফাইনালে পর্যুদস্ত হয়েছে ভারতের কাছে, এর আগেই আইসিসির সঙ্গে ভারতীয় দলের কারসাজি খুঁজে পেয়েছিলেন ভন। এরপর তাঁকে পাল্টা দেন প্রাক্তন ক্রিকেটাররা। এরই মধ্যে এবার ভোলবদল করলেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায় এবার উঠে এল রোহিত শর্মা, বিরাট কোহলিদের দলগত সংহতির কথা। বিশ্বকাপ ফাইনালে নামার আগে ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করে ফেললেন প্রাক্তন ইংরেজ তারকা। সেই দেখে অবশ্য সহমত জানিয়ে পোস্ট করলেন ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন-৬ মাস আগে মুম্বইয়ের অধিনায়কত্বও পায়নি! জিরো থেকে হিরো রোহিতে মুগ্ধ মহারাজ
কয়েকদিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন দাবি করেছিলেন ভারতীয় দলের জেতার জন্যই আইসিসি প্রায় মঞ্চ প্রস্তুত রেখেছিল। সব কিছুই ভারতীয় দলের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করেছে আইসিসি। ভারতীয় সময় ম্যাচ দেওয়া থেকে শুরু করে গায়ানাতে ভারতের সেমিফাইনালের ম্যাচ দেওয়া, সব বিষয়তেই কেমন একটা রহস্যের গন্ধ পেয়েছিলেন মাইকেন ভন। এরপর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন ভনের মন্তব্যের যৌক্তিকতা নিয়ে। কারণ কোনও ঠিক ঠাক ব্যাখ্যা দিতেই পারেননি ভন, সব কিছুই ছিল কেমন ভাসা ভাসা। এরই মধ্যে ৩৬০ ডিগ্রি ঘুরে ফাইনালের আগে আবার ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ভন। তাতে অবশ্য সহমত হলেন অশ্বিনও।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপ জেতেনি তাই ওরা খেলছে! সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গে বোমা বীরুর
মাইকেন ভন নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় দলকে নিয়ে লিখেছিলেন, ‘এই ভারতীয় দল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে শুধু এবারের টি২০ বিশ্বকাপই নয়, আগামী কয়েকটা ট্রফিও ভারত জিতবে। গত দশ বছর ধরে আইসিসির ট্রফি না জিতলেও বর্তমান ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী স্রেফ ছন্দের অভাব রয়েছে।’। এই পোস্ট দেখে পাল্টা রবিচন্দ্রন অশ্বিন লেখেন, ‘দিস ইজ সো রাইট ’। অর্থাৎ অশ্বিন বোঝাতে চেয়েছেন এর আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে মাইকেন ভল অদ্ভূতসব হাস্যকর মন্তব্য করলেও, তাঁর এই উক্তি একদমই ঠিক।
আরও পড়ুন--'ওপরে বল দিক, এমন দেব না'! লিভিংস্টোনকে ছয় মেরে কথা রাখলেন হিটম্যান
উল্লেখ্য রবিচন্দ্রন অশ্বিন টি২০ বিশ্বকাপের দলে না থাকলেও তিনি ভারতের টেস্ট দলের অপরিহার্য অঙ্গ। ফলে রোহিতদের নিয়ে এতদিন ভনের অযথা বিতর্কিত কথা বলা মোটেই পছন্দ হয়নি তাঁর, সেটাই বুঝিয়ে দিলেন তিনি।