India vs Newzealand- 'ওভাবে আউট হবে, ভাবতেই পারিনি! এখন আমাদেরই খেলতে হবে’! বিরাটের রানআউট নিয়ে মন্তব্য জাদেজার…
Updated: 01 Nov 2024, 10:33 PM IST Moinak Mitra 01 Nov 2024 india, virat kohli, ravindra jadeja, indian team, ipl, kkr, rcb, kiwi, mumbai, wankhede stadium, ind vs nz, ভারত, ভারতীয়, ক্রিকেট, ক্রিকেটার, তারকা, বিরাট কোহলি, বিরাট, জাদেজা, ব্যাটার, রান আউট, রোহিত শর্মা, টিম, ইন্ডিয়া, খেলোয়াড়, জাদেজার, নিউজিল্যান্ড, ইন্ডিয়ানকত রকমভাবে আউট হওয়া যায় সেটাই বোধহয় বিরাট কোহলি বারবার চলতি সিরিজে বুঝিয়ে দিচ্ছেন। একের পর এক ম্যাচে অযথা ঝুঁকি নিয়ে আউট হয়েছেন। বেঙ্গালুরুতে একটা দিনের শেষ বলে আউট হয়েছিলেন। পুণেতে স্পিনারদের কাছে জব্দ হয়েছিলেন। এবার মুম্বইতে অযথা ঝুঁকি নিয়ে দৌড়াতে গিয়ে রানআউট হলেন কোহলি, মাঝখান থেকে চাপ বাড়ল।
পরবর্তী ফটো গ্যালারি