জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা দেন রবীন্দ্র জাদেজা। ক্ষমা করেননি আম্পায়াররা। টেলিভিশন রিপ্লে দেখে জাদেজাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। রবিবার চিপকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাই সুপার কিংসের তারকা অল-রাউন্ডারকে।
রবিবার ঘরের মাঠে আইপিএল ২০২৪-এর ৬১তম লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। রাজস্থান টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে।
পালটা ব্যাট করতে নেমে চেন্নাই আগাগোড়া দাপট দেখায়, এমনটা বলা যাবে না মোটেও। বরং তারা কষ্ট করে রান সংগ্রহ করতে থাকে। তবে দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারে জাদেজা যেভাবে আউট হন, তা নিতান্ত বিরল সন্দেহ নেই।
১৫.৫ ওভারে আবেশ খানের অফ-স্টাম্পের বাইরের বল থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে এক রান পূর্ণ করেন জাদেজা। তবে তিনি দ্বিতীয় রান নিতে আগ্রহী ছিলেন। জাদেজা দু'রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। যদিও নন-স্ট্রাইক থেকে স্ট্রাইকার প্রান্তে পৌঁছনো রুতুরাজ গায়কোয়াড় দুই রান নিতে আগ্রহী ছিলেন না। তিনি ফেরত পাঠান জাদেজাকে।
জাদেজা যখন মাঝ পিচে, থার্ডম্যান ফিল্ডারের ছোঁড়া বল তখন উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। স্যামসন স্বাভাবিকভাবেই নন-স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে জাদেজাকে রান-আউট করার চেষ্টা করেন। জাদেজা দেখেন যে সঞ্জু তাঁকে রান-আউট করতে চাইছেন। তাই বাঁচার কৌশল হিসেবে তিনি স্টাম্প আড়াল করে দৌড়নোর চেষ্টা করেন। ফলে স্যামসনের থ্রো গিয়ে লাগে জাদেজার গায়ে।
আরও পড়ুন:- রিভার্স সুইপ দেখেছেন, ডাবল-রিভার্স শট দেখেছেন কখনও, বল আটকায় কার সাধ্য!- ভিডিয়ো
তৃতীয় আম্পায়ার উপলব্ধি করেন যে, জাদেজা ইচ্ছা করেই স্যামসনের ছোঁড়া বল ও স্টাম্পের মাঝখানে এসেছেন। তাই ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট ঘোষণা করা হয়। জাদেজা ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। তার আগে ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২৪ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। তবে কোনও উইকেট পাননি তিনি।
আরও পড়ুন:- T20 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নিয়েছেন কারা? দেখুন সেরা পাঁচের তালিকা
যদিও চেন্নাইয়ের ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি। তারা ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে। সেই সুবাদে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৪-এর প্লে-অফের দৌড়ে এক পা এগিয়ে রাখে সুপার কিংস। চেন্নাই ১৮.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তুলে ম্যাচ জিতে যায়।