বাংলা নিউজ > ক্রিকেট > Jadeja joins BJP: লাগল আনুষ্ঠানিক শিলমোহর, বিজেপিতে যোগদান রবীন্দ্র জাদেজার

Jadeja joins BJP: লাগল আনুষ্ঠানিক শিলমোহর, বিজেপিতে যোগদান রবীন্দ্র জাদেজার

স্বপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে রবীন্দ্র জাডেজা (Narendra Modi Website)

টি-২০ ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে নতুন ইনিংস শুরু।  গ্রহণ করলেন বিজেপির সদস্যপদ।  এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানালেন স্ত্রী রিভাবাই। 

রবীন্দ্র জাদেজা, নামটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খুবই পরিচিত। কেনই বা হবে না, বহু যুদ্ধের নায়ক যে তিনি। এবার ভারতীয় অলরাউন্ডার কী রাজনীতিতে নামতে চলছেন ? প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর স্ত্রী রিভাবাই জাদেজার একটি পোস্ট ঘিরে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন জাদেজার স্ত্রী। সেখানে তিনি তাঁর ও স্বামীর বিজেপিতে সদস্যপদ নবীকরণের কথা উল্লেখ করেছেন। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় জনতা পার্টির তরফে মিসড কলের বিনিময় সদস্য সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসাবেই স্ত্রীর দেখানো পথে বিজেপির সদস্য পদ গ্রহণ জাদেজার। তবে সক্রিয় রাজনীতিতে হয়তো এখনই আসবেন না জাড্ডু, টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও যে ক্রিকেট কে সম্পূর্ণ বিদায় জানাননি তিনি।

প্রসঙ্গত, রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাই ইতিমধ্যেই সক্রিয় রাজনীতিতে রয়েছেন। তিনি গুজরাটের জামনগর কেন্দ্রের বিধায়ক। কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠতা তাঁর পরিবারের নতুন কিছু নয়। এর আগে স্ত্রীর হয়ে প্রচারেও অংশ নিতে দেখা গিয়েছিল ভারতের এই অলরাউন্ডারকে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সস্ত্রীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে যান জাড্ডু, নেটদুনিয়ায় ভাইরাল হয় সেই ছবি। তবে এবার খোদ বিজেপির সদস্য পদ গ্রহণ করলেন তিনি। যদিও এই বিষয়ে নিজে কিছুই জানাননি তিনি। উল্লেখ্য, এর আগে খবরের শিরোনামে আসে জাদেজার সঙ্গে তাঁর বাবা ও বোনের সম্পর্কের অবনতির কথা। তাঁর পরিবারের তরফে অভিযোগ করা হয় স্ত্রীর দেখানো পথে হেঁটেই বাবা-বোনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে জাদেজা। এবার বলাই যায় রাজনীতির ক্ষেত্রেও সেই স্ত্রীর দেখানো পথই অনুসরণ করলেন তিনি।

জুন মাসে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন জাদেজা। দেশের জার্সিতে মোট ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। মোট রান সংগ্রহ করেছেন ৫১৫, সর্বোচ্চ ৪৬ অপরাজিত। উইকেট নিয়েছেন ৫৪টি। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাবেন আইপিএলে। এছাড়াও দেশের জার্সিতে খেলতে দেখা যাবে টেস্ট ও একদিবসীয় ক্রিকেটে। জাদেজার রাজনীতির নতুন ইনিংস শুরু নিঃসন্দেহে এক আলাদা মাত্রা যোগ করেছে তবে এখনই তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে না বলে মনে করছেন নেটনাগরিকরা। হয়তো শুধু মাত্র স্ত্রীর অনুরোধ রাখতেই বিজেপির এই সদস্যপদ গ্রহণ।

ক্রিকেট খবর

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.