রঞ্জির আঙিনায় ফিরে দুই ইনিংসেই ব্যর্থ রোহিত শর্মা। রান পাননি যশস্বী জসওয়াল। নজর কাড়তে পারেননি শুভমন গিল। ব্যাট হাতে ডাহা ফেল ঋষভ পন্তও। তবে টেস্ট দল থেকে রঞ্জিতে ফিরে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দিলেন রবীন্দ্র জাদেজা।
দিল্লির বিরুদ্ধে রঞ্জি ম্যাচের দুই ইনিংসেই ৫ উইকেটের গণ্ডি টপকান জাদেজা। ব্যাট হাতে দলের ইনিংসে কার্যকরী অবদানও রাখেন তিনি। মূলত জাদেজার অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে দু'দিনের মধ্যেই দিল্লিকে পরাজিত করে সৌরাষ্ট্র। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জাদেজা।
রাজকোটে রঞ্জির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে দিল্লি ও সৌরাষ্ট্র। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। তারা নিজেদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৮৮ রানে। দিল্লির প্রথম ইনিংস স্থায়ী হয় ৪৯.৪ ওভার। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন বাদোনি। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৬০ রান করে আউট হন। ৭৮ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। যশ ধুল ৭৬ বলে ৪৪ রান করেন। ৮টি চার মারেন তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন ঋষভ পন্ত। মাত্র ১০ বল স্থায়ী হয় তাঁর ইনিংস।
সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ২টি মেডেন-সহ ৬৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা। ১৯ ওভারে ৩টি মেডেন-সহ ৬৩ রান খরচ করে ৩টি উইকেট নেন ধর্মেন্দ্রসিং জাদেজা।
পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে সৌরাষ্ট্র তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৭১ রানে। তারা সাকুল্যে ৭২.২ ওভার ব্যাট করে। শতরান হাতছাড়া করেন হার্ভিক দেশাই। তিনি ১২০ বলে ৯৩ রান করে আউট হন। মারেন ৮টি চার।
১৩০ বলে ৬২ রান করেন অর্পিত বাসবদা। তিনি ৪টি চার মারেন। রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ৩৮ রানের কার্যকরী যোগদান রাখেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। চেতেশ্বর পূজারা আউট হন ২১ বলে ৬ রান করে। দিল্লির হয়ে ৭১ রানে ৪টি উইকেট নেন হর্ষ ত্যাগী। ২২ রানে ৩টি উইকেট নেন আয়ুষ বাদোনি।
প্রথম ইনিংসের নিরিখে ৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দিল্লি। তবে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯৪ রানে। ৫৫ বলে ৪৪ রান করেন আয়ুষ বাদোনি। তিনি ৫টি চার মারেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন ঋষভ পন্ত। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন।
রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে ১২.২ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩৮ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। অর্থাৎ, দুই ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে একজোড়া উইকেট দখল করেন ধর্মেন্দ্রসিং জাদেজা।
জয়ের জন্য সৌরাষ্ট্রের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১২ রানের। তারা ৩.১ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলে ম্যাচ জিতে যায়। হার্ভিক দেশাই ৬ ও অর্পিত বাসবদা ৮ রান করে নট-আউট থাকেন।