শুভব্রত মুখার্জি: আগামী মার্চ মাসের শেষদিক থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। ১৭তম সংস্করণকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই এই টু্র্নামেন্টের প্রথম পর্যায়ের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। গতবার ফাইনালে গুজরাট টাইটানস দলকে একেবারে শেষ বলে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দল। যা তাদের ছিল পঞ্চম শিরোপা জয়। সিএসকে ছাড়া আর এই নজির রয়েছে একমাত্র মুম্বই ইন্ডিয়ান্স দলের। ফলে এবার এমআইকে টপকে যেতে চাইবে তারা। তাদের এই পথ চলাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন দলে তাদের বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি আবার বর্তমানে ব্যস্ত রয়েছেন জাতীয় দলের হয়ে খেলতে। সদ্য জাতীয় দলের হয়ে খেলতে তিনি পৌঁছে গিয়েছিলেন সিএসকেতে তাঁর সতীর্থ তথা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে। সেখানে পৌঁছে সেই বাড়ির সামনে দাড়িয়ে নিজের একটি ছবি তুলে তাঁর 'ফ্যানবয়' মুহূর্তকে ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন।
রবীন্দ্র জাদেজা সেই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে ভক্তদের আদরের জাড্ডু একটি সাদা রঙের শর্টস পরে রয়েছেন। পরনে তাঁর নীল রঙের একটি গোল গলা টি-শার্ট। দুই হাতের বুড়ো আঙুল উঁচিয়ে থাম্বস আপ সাইন দেখিয়ে একটি ছবি তুলেছেন তিনি। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ধোনির ফার্ম হাউসের বিরাট একটি লোহার গেটকে। যে গেট টপকে ভিতরের জিনিস দেখা প্রায় অসম্ভব। লাল রঙের সেই গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন জাদেজা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তরা এর মধ্যে দিয়ে ২২ গজের বাইরে রবীন্দ্র জাদেজা কিভাবে সময় কাটাচ্ছেন তাঁর একটা ঝলক তিনি তার সমর্থকদের জন্য তুলে ধরেছেন।
আরও পড়ুন… রেফারির ভুলেই তো ইস্টবেঙ্গল সুপার কাপ ফাইনাল জিতেছিল- কুয়াদ্রাতকে আক্রমণ করলেন লোবেরা
প্রসঙ্গত রাঁচি টেস্ট ভারত ইতিমধ্যেই জিতে গেছে। চারদিনেই টেস্ট জয় করে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ফলে হাতে থাকা বেঁচে যাওয়া সময়কে ব্যবহার করতেই তিনি পৌঁছে গিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে। নিজের ইনস্টাগ্রামে এই ছবি দিয়েছেন জাদেজা। ক্যাপশনে লিখেছেন ‘ফান টু পোজ অ্যাস আ ফ্যান ইন ফ্রন্ট অফ লেজেন্ডস হাউস। ( কিংবদন্তির বাড়ির সামনে ছবি তোলার মজাই আলাদা)।’ বলে হ্যাশট্যাগ এমএসডি লিখেছেন তিনি। উল্লেখ্য ভারত রাঁচিতে এই টেস্ট জিতে সিরিজ জেতার পাশাপাশি ২০২৩-২৫ এই বৃত্তের টেস্ট চ্যাম্পিয়নশিপেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চতুর্থ দিনে ধ্রুব জুরেল এবং শুভমন গিলের অনবদ্য অপরাজিত পার্টনারশিপে ভর করে ভারতীয় দল টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে। এই সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ রয়েছে ৭ মার্চ ধরমশালাতে।