রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বৃহস্পতিবার এক বড় চমক দিয়েছে, দলের নতুন অধিনায়ক হিসেবে রজত পতিদারের নাম ঘোষণা করেছে। আইপিএল ২০২৫ নিলামের পর থেকেই গুঞ্জন চলছিল যে বিরাট কোহলি আবার অধিনায়কের দায়িত্ব নিতে পারেন।
তবে, আরসিবি সেই প্রলোভনকে উপেক্ষা করেছেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে রজত পতিদারের ওপর আস্থা রেখেছে। তবে অধিনায়কত্ব ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি স্বীকার করেছে যে ২০২৫ মরশুমের রিটেনশন ঘোষণার পর থেকেই বিরাট কোহলি ও রজত পতিদার দুজনেই নেতৃত্বের জন্য বিকল্প হিসেবে বিবেচিত হয়েছিলেন।
এই কারণেই আইপিএল ২০২৫ নিলামে আরসিবি-র টিম ম্যানেজমেন্ট অন্যান্য সম্ভাব্য অধিনায়কদের দল নেওয়ার জন্য বড় কোনও চেষ্টা করেনি। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং ঋষভ পন্ত ছিলেন অধিনায়কত্বের জন্য সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আরসিবি এই তিনজনের কাউকেই দলে নেয়নি, পাশাপাশি তাদের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকেও তারা ছেড়ে দিয়েছিল।
আরও পড়ুন … ভিডিয়ো: আমায় ‘কিং’ বলে ডাকবেন না- Champions Trophy 2025-র আগে মিডিয়ার কাছে বাবর আজমের অনুরোধ
আরসিবির দলীয় পরিচালক মো বোবাট বলেন, ‘আমরা শুধু নেতৃত্বের জন্য একজন খেলোয়াড় খোঁজার পরিবর্তে পুরো দলের সঠিক ভারসাম্য তৈরি করার দিকেই মনোযোগ দিয়েছিলাম। তাই আমাদের জন্য এটি কেবল সঠিক পরিকল্পনার বিষয় ছিল, যেখানে আমরা সঠিক দল গঠনের চেষ্টা করেছি এবং ভরসা রেখেছি যে আমাদের দলে অভ্যন্তরীণ বিকল্প রয়েছে।’
তিনি আরও ইঙ্গিত দেন যে বিরাট কোহলি ও রজত পতিদার দুজনই অধিনায়কত্বের দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি তুলনামূলক তরুণ ব্যাটসম্যান রজত পতিদারকেই বেছে নিয়েছে।
আরও পড়ুন … অধিনায়কত্ব প্রত্যাখ্যান করে কি পতিদারের নাম প্রস্তাব করেছিলেন কোহলি? রহস্য থেকে পর্দা তুললেন RCB-র হেড কোচ
মো বোবাট বলেন, ‘আমরা যদি বাইরের কাউকে অধিনায়ক হিসেবে না আনতাম, তবে রজত ও বিরাট – দুজনকেই আমরা ভালো বিকল্প হিসেবে দেখছিলাম, পাশাপাশি অন্য কিছু খেলোয়াড়ও ছিল। তাই এটি আমাদের জন্য কোনও বড় সমস্যা ছিল না। অন্য দলগুলোর ভালো খেলোয়াড়দের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু আমরা আমাদের অভ্যন্তরীণ বিকল্প নিয়ে খুশি ছিলাম। আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, আমরা তাদের প্রতিই আস্থা রেখেছি। তাই অধিনায়কত্বের জন্য বাইরের কাউকে নেওয়ার ক্ষেত্রে আমাদের ওপর কোনও চাপ ছিল না। আমরা আমাদের বিকল্পগুলোর ব্যাপারে নিশ্চিত ছিলাম এবং অভ্যন্তরীণ খেলোয়াড়দের প্রতি সন্তুষ্ট ছিলাম।’
রজত পতিদারের অধিনায়কত্বের অভিজ্ঞতা বেশি নেই। তবে মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হজারে ট্রফিতে তার রাজ্য দলের নেতৃত্ব দিয়েছেন।