সোফি ডিভাইন মানসিক স্বাস্থ্যের জন্য ডব্লিউপিএল ২০২৫ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। নিউজিল্যান্ডের অধিনায়ক ও অলরাউন্ডার সোফি ডিভাইন মহিলা প্রিমিয়ার লিগ ২০২৫ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই মরশুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দলে ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন পেশাদার পরামর্শের ভিত্তিতে তিনি নিজের সুস্থতাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি চলতি ঘরোয়া মরশুমের বাকি অংশও খেলবেন না এবং বাড়ি ফিরে যাবেন।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ডিভাইনের ভবিষ্যৎ খেলা সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এনজেডসি, ক্রিকেট ওয়েলিংটন ও আরসিবি তার সিদ্ধান্তকে সমর্থন করেছে। তবে এখনও পর্যন্ত আরসিবি তার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।
আরও পড়ুন… ICC Women's T20I Team of 2024: স্মৃতি সহ দলে জায়গা পেলেন তিন ভারতীয়, রয়েছেন বাংলার রিচা
ডিভাইন চলতি সুপার স্ম্যাশ টুর্নামেন্টে ওয়েলিংটনের হয়ে খেলছিলেন, যেখানে তিনি পাঁচ ম্যাচে ৩৮ রান করেছেন ও ৮টি উইকেট নিয়েছেন। শুক্রবার ক্রাইস্টচার্চে ক্যান্টারবারির বিরুদ্ধে তার শেষ ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করে ৫/১৩ উইকেট নিয়ে ম্যাচ জেতান। এরপরেই কেরিয়ারের এ বড় সিদ্ধান্ত নিয়েছেন সোফি ডিভাইন। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন ও আমাদের উচ্চ পারফরম্যান্স ইউনিটের স্টাফদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছেন সোফি। সকলেই একমত যে এটি তার জন্য সেরা সিদ্ধান্ত।
আরও পড়ুন… BGT 2024-25-তে পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেটের উচ্চ পারফরম্যান্স বিভাগের প্রধান লিজ গ্রিন বলেন, ‘খেলোয়াড়দের সুস্থতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ – এটি সব কিছুর ঊর্ধ্বে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোফি যেন পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে, ভালোভাবে সমর্থন ও যত্ন পায়। এবং পেশাদার ক্রিকেটে ফেরার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।’
আরও পড়ুন… কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না রুতুরাজ? রহস্য ফাঁস করলেন অশ্বিন
২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে ডিভাইন ভারত সফরের ওয়ানডে সিরিজ, পার্থ স্কর্চার্সের হয়ে ডব্লিউবিবিএল এবং ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলেছেন।ডিভাইন আরসিবির ২০২৪ সালের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং ২০২৫ সালের নিলামের আগে দল তাঁকে ধরে রেখেছিল। ২০২৪ মরশুমে তিনি ১০ ম্যাচে ১৩৬ রান করেন ও ৬টি উইকেট নেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ মরশুম শুরু করবে ১৫ ফেব্রুয়ারি, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নতুনভাবে নির্মিত ভদোদরার বিসিএ স্টেডিয়ামে।