২০২৪ আইপিএলে ব্যর্থতার যেন অনন্য নজির স্থাপন করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কোনও বিদেশি ব্যাটারের থেকে এত খারাপ পারফরমেন্স সাম্প্রতিককালে দেখেছে কিনা আইপিএলের দলগুলো, সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে। গোটা টুর্নামেন্টে একটা ম্যাচেও দলকে জেতাননি ব্যাট হাতে। একটা ম্যাচে অর্ধশতরান করা তো দূরের কথা, গোটা টুর্নামেন্ট খেলে করেছেন মাত্র ৫২ রান। ১০ ম্যাচে এবারের আইপিএলে ম্যাক্সওয়েল খেলেছেন মাত্র ৪৩ বল। ২০২০ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে রয়েছেন ম্যাক্সওয়েল। ২০২০ সালে ১০.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নেওয়ার পর ২০২১ সালে ১৪.২৫ কোটি টাকা খরচা করে তাঁকে দলে নিয়েছিল আরসিবি। ২০২২ সালে ১১ কোটি টাকায় তাঁকে ফের দলে নেয় তাঁরা। তারপর থেকে তাঁকে রিটেন করে আসলেও দলের প্রতি নূন্যতম দায়বদ্ধতা দেখাতে পারলেন না তিনি, রাজস্থানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় অশ্বিনের প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফিরলেন, যা দেখে বেজায় বিরক্ত প্রাক্তন ক্রিকেটাররা,হতবাক কোচও।
আরও পড়ুন-IPL 2024-চল বন্ধু…আরও একবার লড়াই হয়ে যাক...ম্যাচের আগে কে দিয়েছিলেন বিরাটকে এমন বার্তা?
সাম্প্রতিককালে এত দায়িত্বজ্ঞানহীন খেলা বোধহয় বিদেশিদের থেকে কমই দেখেছে ক্রিকেটভক্তরা। দলের হারের পর আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বললেন, ‘ম্যাক্সির মরশুমটা খুব খারাপ গেছে, আমরা জানি ও কি করতে পারে। শেষ কয়েকবছরে দুরন্ত খেলেছিল, কিন্তু এটা আমাদের কাছেও অবাক করার মতো বিষয়। সামনে টি২০ বিশ্বকাপ আসছে, আমি মনে করি পরিস্থিতি বদল ঘটিয়ে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ফর্মে ফিরবে ও’।
আরও পড়ুন-ইংল্যান্ড ক্রিকেটারদের বাড়ি যাওয়া বন্ধ, আগামী IPL নিয়ে বড় বার্তা অরুণ ধুমলের
আরসিবির প্রাক্তন জোরে বোলার বরুণ অ্যারন কার্যত দলের হারের জন্য কাঠগড়ায় তুলেছেন ম্যাক্সওয়েলকেই। প্রাক্তন ভারতীয় পেসার বলেন, ‘আমি বুঝতাম যদি বলটা শট খেলার হত, কিন্তু বলটা তো ভিতরে আসছিল। শট খেলার কোনও তেমন সুযোগ ছিল না। কয়েকটা বল খেলে নিজেকে সেট করে তারপর বড় শট খেলতে পারত। দলের এত গুরুত্বপূর্ণ সদস্য তুমি, সেই মূহূর্তে পিচেও তুমি সবচেয়ে অভিজ্ঞ, সেই সময় এমন শট দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে পিছনের দিকে ঠেলে দেয়’ ।
আরও পড়ুন-‘একটা কথাও বলবে না’, বন্ধুকে নিয়ে লাগাতার অপমানের পাল্টা গাভাসকরকে তেড়ে উত্তর এবির
প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ টম মুডিও একইরকম মন্তব্য করেছেন ম্যাক্সওয়েলকে নিয়ে। আইপিএলজয়ী এই কোচ বলেছেন, ‘আমার মনে হয় ও খুব বেপরোয়া ক্রিকেট খেলেছে। যদি ও ফর্মে থাকত তাহলে কিছু বলার ছিল না, কারণ প্রথম বলে এটা ছয় মারতে পারত। কিন্তু সেটা যখন নেই, তখন ওর ধরে খেলাই উচিত ছিল। শিবম দুবে এসে প্রথম বলে ছয় মেরেছিল, কিন্তু ও সেরকম ফর্মে ছিল, ম্যাক্সওয়েল নেই। তাই আমার কাছে এটা বেপরোয়া ক্রিকেট, মাথা ঘুরিয়ে দেওয়া মতো'।