এবারের আইপিএলে বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পতিদারকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে রিটেন করা হলেও ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। এছাড়াও গত আইপিএলে আরসিবিকে প্লে অফে তোলা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসকেও রিটেন করেনি এই ফ্র্যাঞ্চাইজি। সেই নিয়েই এবার মুখ খুললেন দলের কোচ এবং ডিরেক্টর অফ ক্রিকেট।
আরও পড়ুন-শুক্রবার কঠিন ম্যাচ লালহলুদের! ব্রুজো বললেন, 'শুধু আক্রমণ করলেই হবে না, দরকার… '
ডুপ্লেসিসের বয়স বেশি-
আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলছেন, 'ফ্যাফ ডুপ্লেসিস গত আইপিএলে দলকে খুবই ভালো নেতৃত্ব দিয়েছিল। দলকে প্লে অফেও তুলেছিল। ও এমন একজন অধিনায়ক যে সব সময় আলোচনা করার জন্য প্রস্তুত থাকে। কোচের সঙ্গেও কথা বলতে থাকে দল নিয়ে। দলের জন্য অত্যন্ত দায়বদ্ধ একজন ক্রিকেটার। কিন্তু ওর বয়স এখন ৪০, সেটাও একটা কারণ ওকে রিটেন না করার। তবে ও খুব ভালো ক্রিকেট খেলছে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে নিজের দলকেও ফ্যাফ চ্যাম্পিয়ন করেছে। আমরা অধিনায়ক পদ খোলাই রাখছি নিলাম পর্যন্ত।'
আরও পড়ুন-১৮ নভেম্বর মালেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ভারতের! প্রথম জয়ের খোঁজে কোচ ম্যানোলো…
আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট বলছেন, 'ফ্যাফ একজন ক্রিকেটার, লিডার এবং ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো। ওকে রিটেন না করার সিদ্ধান্ত আমাদের কাছে কঠিন ছিল। বিশেষ করে যেভাবে শেষ কয়েক বছরে আমাদের সঙ্গে ও ছিল। কিন্তু আমরা যদি দেখি তাহলে ওর বয়স এখন ৪০। তাই আমরা সামনের দিকেই তাকাতে চাইছি, যারা দলকে ভবিষ্যৎে সমৃদ্ধ করতে পারবে, সেই লক্ষ্যেই আমরা দল বানাব'।
আরও পড়ুন-খরচ হল ৫৭ কোটি! কিন্তু KKR-র পার্স ভ্যালু কমল ৬৯ কোটি! কেন? একঝলকে কার হাতে কত টাকা…
সিরাজকে দলে না রাখার কারণ জানালেন কোচ-
সবথেকে অবাক বিষয় ছিল সিরাজকে আরসিবির রিটেন না করা। সেই নিয়ে অ্যান্ডি ফ্লাওয়ার বলছেন, ‘ মহম্মদ সিরাজকে না নেওয়া নিয়ে অনেকে অবাক হয়েছে। কারণ ও ভারতীয় দলের অত্যন্ত ভালো ক্রিকেটার। ৮ বছর ধরে ও আরসিবির সঙ্গে রয়েছে। তবে আমরা যেটা খুঁজছিলাম সেটা যশ দয়ালের মধ্যে পেয়েছি, তাই ওকে রেখে দেওয়া হয়েছে। ওর বাঁহাতি অ্যাঙ্গেলের জন্য আর টি২০ স্কিলের জন্য। আমরা এমন কয়েকজন বোলারকে বেছে রেখেছি যারা চিন্নাস্বামীতে আমরা যেটা চাইছি সেটা দিতে পারবে’।
একই সুরে সুর মেলালেন মোবাট-
একই সুরে সুর মিলিয়ে আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট বোবাট জানাচ্ছেন, ' এটা আমাদের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা চেয়েছি যত বেশি সম্ভব হাতে বিকল্পের রাস্তা খোলা রাখতে, সেই অনুযায়ী নিলামে নামতে চাই। তাই সিরাজকে ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।
আরও পড়ুন-DC ছাড়বেন, আগেই বলেছিলেন ঋষভ পন্ত! তখন মনে হয়েছিল মজা করছেন! ভাইরাল সেই পোস্ট…
ম্যাক্সওয়েলকে না রাখার কারণ-
গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দেওয়া নিয়ে মো বোবাট বলছেন, 'ম্যাক্সওয়েল থাকলে ভালোই হত। কিন্তু আমরা বেশি টাকা ওভাবে খরচা করতে চাইনি, সেই কারণেই ছেড়ে দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। আর কোনও কারণ নেই। আমরা হাতে যত বেশি সম্ভব অর্থ নিয়েই নামতে চেয়েছি নিলামে, যাতে কোনও ক্রিকেটারকে নিতে গেলে আমাদের কোনও পিছু টান বা অর্থের অভাব না হয়'।