মদ খেয়ে চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত অসভ্যতামির অভিযোগ উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ফ্যানদের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংসের ফ্যানদের অভিযোগ, শনিবার মহেন্দ্র সিং ধোনিদের হারিয়ে আইপিএলের প্লে-অফে বিরাট কোহলিরা উঠতেই আরসিবি ফ্যানদের নোংরামি চরমে ওঠে। সিএসকের জার্সি পরা কাউকে দেখলেই ঘিরে ধরে গালিগালাজ করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে আরসিবির ম্যানেজমেন্ট বা বেঙ্গালুরু পুলিশের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। সরাসরি কোনও মন্তব্য করেনি সিএসকে কর্তৃপক্ষও। তবে শনিবার (ইংরেজি মতে) রাত প্রায় ২ টো ৩০ মিনিট নাগাদ চেন্নাইয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়, ‘আশা করছি যে আপনারা সবাই সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে গিয়েছেন।’ যে টুইট দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দলের তরফেও টুইট করা হচ্ছে।
কী কী অভিযোগ উঠেছে RCB ফ্যানদের বিরুদ্ধে?
এমনিতেই আইপিএলের দক্ষিণ ভারতের ‘এল ক্লাসিকো’-য় উত্তেজনার পারদ বেশি থাকে। শনিবার সেটা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। কারণ ভার্চুয়াল কোয়ার্টার-ফাইনালে নেমেছিল আরসিবি এবং সিএসকে। আর সেই ম্যাচটা ২৭ রানে জিতে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছেন বিরাটরা। তারপরই চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে আরসিবির ভক্তরা চূড়ান্ত অসভ্যতামি শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
এক নেটিজেন বলেন, 'চিন্নস্বামী স্টেডিয়ামের আশপাশের এলাকায় সিএসকের জার্সি পরে নিজেকে অসুরক্ষিত মনে হচ্ছে। যাঁরা হেঁটে যাচ্ছেন, তাঁদের প্রত্যেককে গালিগালাজ এবং কটাক্ষ করছেন আরসিবির ফ্যানরা (পুরুষরা)। এখানে মদ্যপান করা প্রচুর লোকজন আছেন। পুরুষ হোক বা মহিলা হোক- তাঁদের গালিগালাজ করা হচ্ছে। বাজেভাবে গাড়ি চালানো হচ্ছে। ভয়ংকর অবস্থা। '
'চূড়ান্ত নোংরামি RCB ফ্যানদের'
একইসুরে এক নেটিজন বলেন, ‘স্টেডিয়ামের বাইরে কীরকম জঘন্য ব্যবহার করা হচ্ছিল। নোংরামি করে আমার মুখের সামনে হাত নাড়িয়ে গেলেন কয়েকজন ছেলে। জয় উদযাপন করুন। কিন্তু নোংরামি করবেন না।’ অপর এক নেটিজেন বলেন, 'ঠিক এই কারণেই আমার শরীরের প্রতিটা রক্তবিন্দু দিয়ে আরসিবিকে ঘৃণা করি আমি। আমার বোনের সঙ্গে যখন চিন্নস্বামীতে গিয়েছিলাম, তখন আমার জীবনে সবথেকে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। বিশেষত আপনি তামিল বললে তো জীবন দুর্বিষহ হয়ে উঠবে।'
সিএসকের অফিসিয়াল ফ্যানক্লাবের 'উইসেল পোড়ু আর্মি'-র তরফে বলা হয়, ‘প্রিয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলি এবং তাঁদের দল, জয় এবং প্লে-অফে যাওয়ার জন্য আপনাদের অভিনন্দন। একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি যে আপনারা মাঠে হয়ত জিতেছেন। কিন্তু চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরের রাস্তায় আপনাদের ফ্যান, আরসিবি এবং আইপিএল হেরে গেল।’
‘সব RCB ফ্যানরা এরকম করেননি, অনেকেই সাহায্য করেছেন’
তবে সব আরসিবি ফ্যানদের বিরুদ্ধে নোংরামির অভিযোগ তোলেননি সিএসকে ভক্তরা। তাঁরা দাবি করেছেন যে একটা শ্রেণির ফ্যানরা এরকম করছিলেন। অন্যরা তাঁদের উদ্ধার করেছেন এবং সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছেন। কিন্তু সেই 'ভালো' আরসিবি ফ্যানদের সংখ্যাটা একেবারেই কম ছিল বলে দাবি করেছেন সিএসকের ভক্তরা।
মহেন্দ্র সিং ধোনির ভক্ত হরি বলেন, 'অধিকাংশ ফ্যানই সুরক্ষিত আছেন। কয়েকজন আরসিবি ভক্তই আমাদের উদ্ধার করেন এবং সুরক্ষিতভাবে বের করে আনেন। কিন্তু বেশিরভাগ লোকজন যেটা করল, সেটা দেখে খারাপ লাগছে। স্থানীয় দলের ভক্তরা চূড়ান্ত নীচে নেমে গেল। আর একটা প্রশ্ন জাগছে আমার মনে, স্টেডিয়ামের ডিজে বা তাঁদের আইডলের থেকে অনুপ্রাণিত হয়ে এরকম আচরণ করেছেন তাঁরা? কীভাবে এরকম আচরণ করা হচ্ছে?'
অভিযোগ অস্বীকার RCB ফ্যানদের
সিএসকে ফ্যানদের অভিযোগ অস্বীকার করেছেন আরসিবি সমর্থকদের একাংশ। এক আরসিবি ভক্ত বলেন, ‘যদি স্রেফ আরসিবি, আরসিবি চিৎকার করলে সিএসকে ফ্যানদের গায়ে এত ফোসকা পড়ে, তাহলে কিছু বলার নেই।’ অপর একজন বলেন, ‘ম্যাচের আগে আরসিবি ফ্যানদের উদ্দেশ্য করে চিৎকার করছিলেন সিএসকে ফ্যানরা। কিন্তু ম্যাচের পরে আরসিবি ফ্যানরা একই কাজ করতে যত সমস্যা হয়ে গেল।’