আইপিএল শুরু হতে এখনও ঢের দেরি। কিন্তু তার আগেই শিরোনামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু কেন? তার অবশ্য যোগসূত্র রয়েছে গতকালের ইডেনের ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ম্যাচের সঙ্গে। অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যর্থ করতে নেমে বড় রান তুলতে ব্যর্থ হয় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। অসাধারণ বোলিং করেন বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং সহ ভারতীয় বোলাররা। যেই কারণে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। থ্রি লায়ন্সের হয়ে একমাত্র ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেন অধিনায়ক জোস বাটলার। ৩ নম্বরে ব্যাটিং করতে এসে ৪৪ বলে ৬৮ রান করেন তিনি।
কেন ট্রোলড হচ্ছে আরসিবি?
এবার আসা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ট্রোলড হওয়ার বিষয়টায়। আইপিএলে বরাবরই ব্যাটিং শক্তির উপর বেশি ভরসা করে আরসিবি। বোলিং দুর্বলতার জন্য প্রত্যেকবার ব্যর্থ হয় তারা। এখনও পর্যন্ত একাধিকবার ফাইনালে পৌঁছালেও একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি। এবার সেই খরা কাটাতে বিশেষ নজর দিয়েছিল দলগঠনে। আস্থা দেখিয়েছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর। দলে নিয়েছিলেন ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেলকে। ইডেনে বুধবার এই ৩ ক্রিকেটারই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন। ৩ বলে ০ করে আউট হন সল্ট, ২ বলে ০ করে আউট হন লিভিংস্টোন এবং ১৪ বলে ৭ রান করে আউট হন বেথেল। এরপরেই নেট পাড়ায় শুরু হয় আরসিবিকে নিয়ে ট্রোলিং। মজা করে লেখা হয় ‘Agents 007 of RCB’।
কী বলছে নেট দুনিয়া:
এই ৩ ক্রিকেটারকে দলে নিতে প্রচুর টাকা খরচ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হয়েছিল আইপিএল ২০২৫-এর মেগা অকশন। সেখানে ১১.৫০ কোটি টাকা খরচ করে সল্টকে দলে নিয়েছিল আরসিবি। লিভিংস্টোনকে নিতে খরচ করতে হয়েছিল ৮.৭৫ কোটি টাকা। বেথেলকে পেতে খরচ হয়েছিল ২.৬০ কোটি টাকা। ইডেনে এই তিন ক্রিকেটারের হতশ্রী পারফরম্যান্সের পর নেটিজেনরা মনে করছেন যে আইপিএল শুরুর আগে শেষের ঘণ্টা বেজে গেছে বেঙ্গালুরুর। অনেকে আবার লিখেছেন- ‘সব টাকা জলে গেছে।’
তবে সে যে যাই যা বলুক ভারত জেতায় খুশি প্রত্যেকেই। আশা করছেন যে আগামী ম্যাচগুলিতেও দলের খেলোয়াড়রা নিজের এই ফর্ম বজায় রাখবেন।