বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ

IPL 2024: ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ

ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ।

MS Dhoni walked off the field after RCB players did not shake hands with him: ম্যাচ শেষে পুরো সিএসকে দলের সঙ্গে ডাগআউট থেকে বেরিয়ে এসে এক লাইনে মাঠের দিকে যাচ্ছিলেন ধোনি। তিনিই লাইনের সবার আগে ছিলেন। কিন্তু আরসিবি খেলোয়াড়রা তাদের উদযাপনে মগ্ন ছিলেন। কিছুক্ষণ অপেক্ষার পর ড্রেসিংরুমে ফিরে যান ধোনি।

২০২৪ আইপিএলে প্লে-অফে উঠতে না পারার হতাশা চেপে রাখতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তিনি ম্যাচের পর বিরাট কোহলিদের সঙ্গে হাত মেলাতে এসেও ফিরে গেলেন ড্রেসিংরুমে। আসলে ধোনি পুরো দলের সঙ্গে মাঠে এসেছিলেন ম্যাচের পর সৌজন্য বিনিময় করে করমর্দন করতে। কিন্তু তখন প্লে-অফের ওঠার উৎসবে এতটাই মেতেছিলেন আরসিবি প্লেয়াররা যে, তারা সিএসকে প্লেয়ারদের সঙ্গে হাত মেলাতেই আসেননি। আর তাতেই বিরক্ত হয়ে কোহলিদের সঙ্গে হাত না মিলিয়েই ধোনি ফিরে যান ড্রেসিংরুমে। যাওয়ার সময়ে অবশ্য বেঙ্গালুরুর সাপোর্টস্টাফ এবং বাকি যে সমস্ত প্লেয়াররা মাঠে ঢুকছিলেন, তাঁদের সঙ্গে হাত মিলিয়ে সাজঘরে ফিরে যান ধোনি। সিএসকে-র বাকি প্লেয়াররা অবশ্য মাঠেই ছিলেন।

আরও পড়ুন: শূন্যে শরীর ভাসিয়ে এক হাতে ‘সুপারম্যান’ ফ্যাফের ক্যাচ নেওয়া দেখে আবেগপ্রবণ কোহলি, চকাস করে চুমু খেলেন RCB অধিনায়কের গালে

কোহলিদের সঙ্গে হাত মেলালেন না ধোনি

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। ২১৮ রান তাড়া করতে নেমে, চেন্নাই যদি ম্যাচ না জিতেও ২০১ রান করতে পারত, তবেই আইপিএলের প্লে-অফে জায়গা করে নিত তারা। কিন্তু সেটাও হয়নি। সুবিধাজনক জায়গায় থেকেও আইপিএল থেকে ছিটকে যেতে হবে, ভাবতেই পারেননি পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ধোনি। যে কারণে এমনি মেজাজ ভালো ছিল না মাহির। তার মধ্যে কোহলিদের অপেক্ষা করানো দেখে আর বিরক্তি ধরে রাখতে পারেননি তিনি।

আরও পড়ুন: তিন জন প্রধান প্লেয়ারের চোটই পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুরাজের

তবে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু পুরো সিএসকে দলের সঙ্গে ডাগআউট থেকে বেরিয়ে এসে এক লাইনে মাঠের দিকে যাচ্ছিলেন ধোনি। তিনিই লাইনের সবার আগে ছিলেন। কিন্তু আরসিবি খেলোয়াড়রা তাদের উদযাপনে মগ্ন ছিলেন। এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আরসিবি-র প্লেয়ারদের সঙ্গে হাত মেলানোর জন্য। তবে কিছুক্ষণ অপেক্ষার পর ড্রেসিংরুমে ফিরে যান ধোনি।

ধোনির মান ভাঙাতে সিএসকে ড্রেসিংরুমে গেলেন কোহলি?

এদিকে, চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময় ধোনির খোঁজ করেছিলেন বিরাট কোহলি। কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন সাজঘরে। সকলের চোখের আড়ালে। অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, ধোনিকে মাঠে অনুপস্থিত দেখে বিরাট কোহলি তাঁর সঙ্গে দেখা করতে সোজা সিএসকে-ক ড্রেসিংরুমে চলে যান।

সমালোচনা ভন, হর্ষ ভোগলের

তবে ধোনিকে অপেক্ষায় রাখার জন্য আরসিবি প্লেয়ারদের তীব্র সমালোচনা করেছেন মাইকেল ভন। ম্যাচের পরে ভন আরসিবি খেলোয়াড়দের তাদের সচেতনতার অভাবের জন্য তিরস্কার করে বলেছেন, এটাই ছিল আরসিবি খেলোয়াড়দের সচেতনতা দেখানোর সময়। ম্যাচের পর ক্রিকবাজে কথা বলার সময়ে ভন বলেছেন, ‘আরসিবি-র প্লেয়ারদের কি সচেতনতা দেখানোর সময় ছিল না? আমরা জানি না। যদি এটি এমএস ধোনির শেষ খেলা হয় এবং আরসিবি-র প্লেয়াররা উদযাপন করতে, গোটা মাঠ ঘুরছিল, যখন ওদের অপেক্ষা করা উচিত ছিল কিংবদন্তির সঙ্গে হাত মেলানোর জন্য।’

আরও পড়ুন: CSK ইনিংসের প্রথম বলেই রুতুরাজকে ফিরিয়ে বিরল নজির গড়লেন ম্য়াক্সওয়েল, ছুঁলেন পিটারসেনের ১৫ বছরের পুরনো রেকর্ড

তিনি এখানেই না থেমে আরও বলেছেন, ‘আগে হ্যান্ডশেক করে, তার পর সেলিব্রেশন করাই যেত। আমি আরসিবি প্লেয়ার হতে চাই না। তার পর আগামীকাল সকালে ঘুম থেকে উঠে এমএস ধোনি যখন অবসর ঘোষণা করবে, তখন আমাকে যেন ভাবতে না হয়, আমি ওর সঙ্গে প্রথমে গিয়ে হাত মেলানোর শালীনতাটুকুও দেখাইনি।’

হর্ষ ভোগলে আবার দাবি করেছেন, ‘ম্যাচ শেষে করমর্দন করাটা আমাদের খেলার এক আলাদাই সৌন্দর্য। সেলিব্রেশন অবশ্যই করবেন ক্রিকেটাররা, কিন্তু হাত মেলানোর পর করলে ভালো হত।’

ক্রিকেট খবর

Latest News

‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.