দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁরা পরের রাউন্ডে যাবেই বলা না গেলেও অন্তত তাঁদের কাছে গেম ইজ অন। কারণ লখনউকে পরের দুটো ম্যাচেই যেমন জিততে হবে, ধোনিদেরকেও শেষ ম্যাচ জিততে হবে। আবার সানরাইজার্সকেও হারলে চলবে না, তেমনভাবে কোহলিদেরও শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে হবে। কিন্তু ম্যারাথন আইপিএলে অনেক সময়ই দেখা যায় লিগ টেবিলের তলানিতে থাকা আনকোরা দলই বেগ দিয়ে দেয় দলগুলিকে। অতীতে বহু নিদর্শনই রয়েছে, প্লে অফ থেকে ছিটকে যাওয়া দলই শেষ ল্যাপে এসে অন্য দলকে হারিয়ে তাঁদেরকেও ছিটকে দিয়েছে, ফলে কোহলিরা এখন ফিঙ্গার ক্রস করেই রয়েছেন। এরই মধ্যে আরসিবির ভাগ্য বদলাতে বিরাট কোহলির দ্বারস্থ হওয়া উচিত টিম ম্যানেজমেন্টের, মনে করছেন হরভজন সিং।
আরও পড়ুন- অবসর ঘোষণা করেছেন অ্যান্ডারসন, এরই মধ্যে ভাইরাল রুটকে ক্লিন বোল্ডের ভিডিও
অতীতে দীর্ঘদিন বিরাট কোহলি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু দলের লাগাতার ব্যর্থতা এবং জাতীয় দলের অধিনায়কত্বের চাপের মধ্যে নিজের খেলা যাতে খারাপ না হয় সেই জন্য আরসিবির অধিনায়কত্ব ছেড়েও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু হরভজন সিং মনে করছেন, বেঙ্গালুরু যেরকম ক্রিকেট খেলছে সাম্প্রতিককালে, তাতে সাফল্য পেতে বিরাটের মতো আগ্রাসী মানসিকতার অধিনায়কের প্রয়োজন আছে তাঁদের।
আরও পড়ুন- IPL 2024-প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো
বর্তমানে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার। সেখানেই কোহলি প্রসঙ্গে তিনি বলেন, ‘ এবারও যদি প্লে অফে আরসিবি কোয়ালিফাই করতে না পারে, তাহলে ভারতীয় অধিনায়ক খোঁজা উচিত তাঁদের। বিরাটকে কেন ফিরিয়ে আনা হবে না? চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনির যেমন প্রচুর অবদান রয়েছে, তেমন বিরাটও বড় নেতা। ও খুব ভালো ভাবে জানে দলের কেমন ক্রিকেট খেলা উচিত। এখন আরসিবি অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে। দলের মধ্যে বিরাট এই মানসিকতা আনতে পারে। তাই আমি তাকিয়ে থাকব পরের মরশুমে বিরাটের অধিায়কত্ব দেখার জন্য আরসিবিতে’।
আরও পড়ুন-IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো
আরসিবির হয়ে অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলার পর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়েও প্রশ্ন উঠতেই হরভজন সিং ভারতের জাতীয় ক্রিকেটারের পাশে দাঁড়ান। সোজাকথায় বলেন, ‘দলের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু রুদ্ধদ্বার বৈঠকেই তা নিয়ে কথা বলা উচিত। ড্রেসিং রুমে তাঁরা কথা বলতে পারত, কিন্তু যেটা হয়েছে সেটা দলের পরিবেশের জন্য মোটেই ভালো নয়, এক্ষেত্রে সময়টা ঠিক ছিল না। ’