আইপিএলের ইতিহাসে অন্যতম ব্যর্থ দল হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধরা হয়। ২০০৮ সাল থেকে টানা আইপিএলে খেলে আসলেও বিরাট কোহলির দল এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। ফাইনালে উঠলেও হারতে হয়েছে তাঁদের। আগামী আইপিএলে কি সেই ট্রফির খরা কাটবে? উত্তরটা সময়ই দেবে।
আরসিবির এবারের নিলাম দেখেও সমালোচকরা একহাত নিয়েছেন যারা অকশন টেবিলে বসেছিলেন, তাঁদের। কারণ মহম্মদ সিরাজ, উইল জ্যাকসের মতো ক্রিকেটারকে তাঁরা সহজেই যেতে দেন। সিরাজের তাও দামটা অনেকটা বেড়ে গেছিল, কিন্তু ইংরেজদের মারকুটে ব্যাটার জ্যাকসকে ছাড়ার তো কোনও কারণ দেখছেন না অনেকে। যদিও আরসিবির মো বোবাট, অ্যান্ডি ফ্লাওয়াররা দাবি করেছেন তাঁদের দল ব্যালেনসড।
এরই মধ্যে আইপিএলের প্রথম দল হিসেবে ২০২৫ সালের প্রস্তুতিতে নেমে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। দীর্ঘদিন যাবত ট্রফি না জেতায় এবারে তাঁরা মরিয়া আইপিএলের খরা কাটাতে। তাই প্রি সিজনে একাধিক তারকাকে দেখা গেল তাঁদের ডিরেক্টর অফ স্পোর্টস মো বোবাট, অ্যান্ডি ফ্লাওয়ারদের সঙ্গে মাঠে নেমে পড়তে।
আসলে দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া বাড়াতেই এই প্রি সিজন ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট। এবারে আইপিএলের নিলাম থেকে ভুবনেশ্বর কুমার, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়ার মতো ক্রিকেটারকে দলে তুলেছেন তাঁরা। তাঁদেরই দেখা গেল আরসিবির এই ক্যাম্পে। বিরাট কোহলি, যশ দয়াল অস্ট্রেলিয়ায়। ভারতে থাকা রজত পতিদারও যোগ দিলেন শিবিরে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের পর মহমেডান! বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা...
মো বোবাট এই ক্যাম্প সম্পর্কে জানান, ‘অনেকেই মনে করে যে আমাদের নিলামের পর বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু আমি আর অ্যান্ডি সিদ্ধান্ত নিয়েছি দ্রুত কাজ শুরপ করে দেওয়ার। চলতি সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় ক্রিকেটারদের দেখে নিচ্ছি। যারা নতুন দলের সঙ্গে যোগ দিয়েছে, তাঁদেরকে এই দলে মানিয়ে নিতে সুবিধা করাই আমাদের লক্ষ্য ’।
আরও পড়ুন-‘সিরিজের গুরুত্ব অনেক,তাই…' হেড-সিরাজ বিতর্ক স্পোর্টিংলি নিচ্ছেন অজি অধিনায়ক…
মো বোবাটের কথায়, ‘এদের মধ্যে অনেক ক্রিকেটার আমাদের দলে আগে ছিলেন, কিন্তু অনেকেই নতুন এসেছে। তাঁদের কেরিয়ারের উন্নতিতে আমরা কীভাবে সাহায্য করতে পারি সেটা দেখছি। প্র্যাকটিস সেশনের পাশাপাশি কোচের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলা, মেডিক্যাচ চেকআপের পাশাপাশি ফিজিক্যাল স্ক্রিনিংও হয় ক্রিকেটারদের। ’।
বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি শেষ কয়েক বছর লখনউ সুপার জায়ান্টে ছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। এবারে আরসিবিতে তাঁর ওপরই অনেক দায়িত্ব। সেই ক্রুণাল আরসিবির দেওয়া ভিডিয়োতে জানালেন, ‘কার কি কাজ, কি দায়িত্ব সেটা বুঝে নেওয়ার কেষ্তের এই শিবিরটা খুব ভালো। এর ফলে আগামী আইপিএলে আমার কি দায়িত্ব থাকবে সেটা পরিষ্কার বুঝে যেতে পারব ’।
আরও পড়ুন-‘ওর ওপর যা রাগ হয়েছিল না…’! বিশ্বকাপ ফাইনালের পর PSGতে মেসি দেখে কি করেন এমবাপে?
উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা জানান, ‘আমাকে দলে পেয়ে কোচিং স্টাফরা বেশ খুশিই ছিল। ওরা আমায় আমার দায়িত্ব বুঝিয়ে দেয়। জানায় যে আমাকে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখতে চাইছে ওরা। ওরা আমার থেকে কি চায় সেটা যেমন বুঝিয়েছে, তেমন আমি ওদের থেকে কি চাইছি সেটা জানতে চেয়েছে। খুব ভালো কথা হয়েছে। ফলে আমার কি কাজ সেটা আমি বুঝে গেছি ’।