চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচ ছিল ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি দলের মধ্যে। সেখানেই খেলতে নেমেছিলেন ভারতীয় দলের এক ঝাঁক তারকা। এবারের দলীপ ট্রফিতে যে হারে তারকারা মাঠে নেমেছেন তা হার মানাবে বিশ্বের আচ্ছা আচ্ছা ফ্র্য়াঞ্চাইজি লিগকেও। এমনকি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও বোধ হয় একসঙ্গে এত তারকা খেলেন না। আসলে ভারতীয় দলের বর্তমান সাপ্লাই লাইন এতটাই ভালো যে ক্রিকেটারের ছড়াছড়ি।
সেই কারণেই ক্রিকেটারদের সঠিক মূল্য়ায়ণ এবং বাছাইয়ের ক্ষেত্রে দলীপ ট্রফিকে বেছে নিয়েছেন নির্বাচকরা। আর সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও আকর্ষণ বেড়েছে ক্রিকেট ভক্তদের। বিরাট কোহলি, রোহিত শর্মারা না থাকলেও ঋষভ পন্ত, শুভমন গিলদের খেলা দেখতেও মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটভক্তরা।
ভারতীয় ক্রিকেটে এতদিন আইপিএলে যা দেখা যেত, সেইরকম মজা দেখা গেল ঘরোয়া ক্রিকেট দলীপ ট্রফিতেও। চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া বি দলের হয়ে খেলতে এসেছিলেন ভারতীয় পেসার আবেশ খান। এই মাঠে তাঁর স্মৃতি খুব একটা সুখকর নয়, বলা ভালো অম্ল মধুর। বিরাট কোহলির আরসিবির বিপক্ষে জিতে এক বছর আগে মাটিতে হেলমেট ছুঁড়ে আগ্রাসী সেলিব্রেশন করেছিলেন আবেশ, এবার মাঠে তাঁকে পাল্টা আওয়াজ দিলেন সমর্থকরা।
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
দলীর ট্রফির ম্যাচে বাউন্ডারি লাইনে আবেশ খান ফিল্ডিং করতে আসতেই লখনউ সুপার জায়ান্টসের এই প্রাক্তন ক্রিকেটারকে উদ্দেশ্যে করে আরিসিবর নামে স্লোগান দেয় চিন্নাস্বামীর গ্যালারিতে উপস্থিত দর্শকরা। আবেশ খানও বিষয়টি বেশ মজার ছলেই উপভোগ করলেন এবং দর্শকদের বললেন আরও জোরে স্লোগান দিতে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এলএসজির হয়ে খেলতে এসে সেই আগ্রাসী সেলিব্রেশনের পর গত আইপিএলের আগে রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছিলেন আবেশ।
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
দলীপ ট্রফির ম্যাচে অবশ্য দলকে জেতাতে পারেননি তিনি। তাঁর ইন্ডিয়া এ দল হেরে যায় ৭৬ রানে। বল হাতে ম্যাচে ৩টি উইকেট নেন আবেশ। জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে সুযোগ হয়নি তাঁর। ম্যাচ হারের পর ইন্ডিয়া এ দলের অধিনায়ক শুভমন গিল বলেছেন, ‘মুশির এবং নবদীপ সাইনি ভালোই খেলেছে। উইকেটে তেমন বোলারদের জন্য কিছু না থাকায় আমরা বাউন্সার দেওয়ার প্ল্যান করি। পরিস্থিতি অনুযায়ী যেটা ঠিক লেগেছে সেটা করি। দ্বিতীয় ইনিংসে আমরা ভালোই বোলিং করেছি। রান তাড়া করতে নামার আগে আমি বলছিলাম, যদি একটা ১০০ রানের পার্টনারশিপ পাওয়া যায় তাহলে ম্যাচ জেতা সম্ভব ’।