শুভব্রত মুখার্জি: বুধবার চলতি আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং রাজস্থান রয়্যালস। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে দল এই ম্যাচ জিতত, তারাই সরাসরি চলে যেত চেন্নাইয়ের দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচেই আরসিবি-কে হারিয়ে বাজিমাত করেছে রাজস্থান রয়্যালস। গ্রুপ পর্বে পরপর চারটি ম্যাচ হেরে শেষের দিকে যে চাপ তৈরি হয়েছিল সঞ্জু স্যামসনদের উপরে, তা কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ম্যাচে রাজস্থান রয়্যালসের জয়ের যে ভিত তা গড়ে দেন এদিন টম কোহলার ক্যাডমোর এবং যশস্বী জয়সওয়ালের জুটি। ওপেনিং জুটিতে ৪৬ রান ওঠার পরে আউট হন ক্যাডমোর। আর এদিন ফের একবার তাঁকে আউট করেছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন!
আরও পড়ুন: BCCI-এর প্রস্তাবের কথা স্বীকার করলেও, আগ্রহী নন পন্টিং, ভারতের কোচ হতে অরাজি অ্যান্ডি ফ্লাওয়ারও
আমেদাবাদে এদিন লকি ফার্গুসনের বিরুদ্ধে প্রথম যে বলটি খেলেন, তাতেই আউট হন টম। এই ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও দু'বার ঘটেছে। কাকাতলীয় ভাবে লকি ফার্গুসনের বিরুদ্ধে প্রথম বলেই তিন ইনিংসে আউট হয়েছেন টম কোহলার ক্যাডমোর। বলা যায়, লকি ফার্গুসন যেন টমের ত্রাস হয়ে উঠেছে। লকি ফার্গুসনের বিরুদ্ধে বল ফেস করতে নামলেই, ইংল্যান্ডের ব্যাটার টমের কী আত্মবিশ্বাস কম থাকছে কিনা, তা জানা নেই। তবে এদিন যে ভাবে তিনি আউট হলেন, তা অন্ততপক্ষে সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।
ফার্গুসনকে ফেস করার আগে এদিন ১৪ বলে ২০ রান করে ফেলেছিলেন টম কোহলার ক্যাডমোর। ১৫তম বলে তিনি প্রথম বার মুখোমুখি হন লকির। এই বলেই বোল্ড আউট হয়ে যান তিনি। ফলে ৫.৩ ওভারে ভাঙে রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি। ইনিংসে চারটি চার মারার পরে সাজঘরে ফেরেন টম।এর আগেও এই ঘটনা দু'বার ঘটেছে। প্রথম বার নিউজিল্যান্ডের পেসারের বিরুদ্ধে প্রথম বল খেলতে নেমে টি-২০-তে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন টম। দ্বিতীয় বার এই সমারসেটে খেলা ব্যাটারের ক্যাচ লকির বলে ধরেছিলেন ফিল্ডার। অর্থাৎ এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে তিন বার লকির বল খেলেছেন টম। তিন বারেই প্রথম বলে আউট হয়েছেন! আর এখনও পর্যন্ত একটি রানও তিনি লকির বিরুদ্ধে করতে পারেননি।