জম্মু-কাশ্মীরের ২২ বছরের অনামী আব্দুল সামাদ এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই মাত্র ১০ বল খেললেন। আর তাতেই কাঁদিয়ে ছাড়লেন আরসিবি-র বোলারদের। তার মধ্যে ১৯তম ওভারে তিনি রিস টপলিকে একেবারে ছাতু করলেন।
এই ওভারে প্রথম বলে মার্করাম এক রান নিয়েছিলেন। পরের পাঁচ বলে ৪-৪-৬-৬-৪- মোট ২৪ রান করেন আব্দুল সামাদ। আর এই ওভারের সৌজন্যেই সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড রানের ইতিহাস লেখার ভিত তৈরি করে।
১৮তম ওভারে যেখানে হায়দরাবাদের রান ছিল ৩ উইকেটে ২৪১ রান, সেখানে ১৯ ওভার শেষে তাদের স্কোর পৌঁছে যায় ৩ উইকেটে ২৬৬ রানে। আইপিএলের ইতিহাসে ২৭৭ ছিল সর্বোচ্চ স্কোরের রেকর্ড।যেটা হায়দরাবাদেরই গড়া। সামাদের ঝড়ের ফলে শেষ ৬ বলে সেই রেকর্ড টপকাতে হায়দরাবাদের দরকার ছিল আর মাত্র ১২ রান। শেষ ওভারে হয় আরও ২১ রান। সানরাইজার্স হায়দরাবাদ সেই সঙ্গে পৌঁছে যায় ৩ উইকেটে ২৮৭ রানে।
আরও পড়ুন: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি, IPL-এ চতুর্থ দ্রুততম, হায়দাবাদের হয়ে ইতিহাস লিখলেন হেড
আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ১৯ দিনের মাথায় নিজেদের ২৭৭ রান করার রেকর্ড নিজেরাই ভাঙল হায়দরাবাদ। এবার আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান করেছিল তারা। সেই রেকর্ড ভেঙে এদিন ২৮৭ করল প্যাট কামিন্স ব্রিগেড।
আরও পড়ুন: ভিডিয়ো- খুঁড়িয়ে খুঁড়িয়ে দেওয়াল ধরে হাঁটছেন, ধোনির চোট নিয়ে আপডেট দিলেন CSK-এর বোলিং কোচ
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই ঝড় তোলেন ট্র্যাভিস হেড। তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেক শর্মা। হেড-অভিষেক মিলে ওপেনিং জুটিতেই ১০৮ রান করেন। ২২ বলে ৩৪ করে অভিষেক আউট হলেও, ঝোড়ো শতরান হাঁকান হেড। ৩৯ বলে সেঞ্চুরি করে তিনি এদিন ইতিহাস লিখে ফেলেন।
আরও পড়ুন: MI-এর হারের পরেই বুমরাহ গেলেন CSK ড্রেসিংরুমে, কেন?
সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার হিসেবে এটি আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এবং আইপিএলের ইতিহাসে সামগ্রিক ভাবে এটি চতুর্থ দ্রুততম শতরান। ৯টি চার এবং ৮টি ছক্কার হাত ধরে হেড শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন।
এর পরেও অবশ্য থামেনি হায়দরাবাদের ঝড়।হেনরিখ ক্লাসেন ক্রিজে এসেই পেটাতে শুরু করেন। ৭টি ছক্কা এবং ২টি চারের হাত ধরে ৩১ বলে ৬৭ করেন হেনরিখ ক্লাসেন। এর পর ১৭ বলে অপরাজিত ৩২ করেন এডেন মার্করাম। ১০ বলে ঝোড়ো ৩৭ করে অপরাজিত থাকেন আব্দুল সামাদ। যার নিটফল, আইপিলের ইতিহাসে সর্বোচ্চ রানের নজির ফের গড়ে ফেলল হায়দরাবাদ। ২৮৮ রান তাড়া করতে নেমে আরসিবি-কে জিততে হলে লিখতে হবে নতুন ইতিহাস।