অত্যন্ত প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবং উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কেকেআর ও আরসিবির মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং এই দুই দল বরাবরই উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। যদিও কেকেআরের বিরুদ্ধে আরসিবির রেকর্ড খুব একটা ভালো নয়। তবে এবার বিরাট কোহলিদের দল কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া থাকবে।
আইপিএল ২০২৫ শুরু হওয়ার অনেক আগেই, দুই দল কঠোর পরিশ্রমে ব্যস্ত রয়েছে, যাতে তারা জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে। তবে তার আগেই আরসিবিকে কড়া বার্তা দিয়েছিলেন কেকেআরের নতুন তারকা। কলকাতা নাইট রাইডার্সের ২৫ বছর বয়সি লুবনিথ সিসোদিয়া একজন উইকেটকিপার-ব্যাটসম্যান।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জার্সি গায়ে তুলেছিলেন লুবনিথ সিসোদিয়া
২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন লুবনিথ সিসোদিয়া। বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে সেই সময়ে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। ২০১৮-১৯ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের হয়ে অভিষেক করেছিলেন সিসোদিয়া। তিনি আলোচনায় আসেন যখন এক কর্পোরেট ৫০ ওভারের ম্যাচে ১২৯ বলে ৩১২ রান করেন লুবনিথ সিসোদিয়া। যেখানে তিনি ২৬টি চার ও ২৬টি ছয় হাঁকিয়েছিলেন। তবে খেলার সুযোগ না পাওয়ায় আরসিবি তাঁকে দল থেকে ছেড়ে দেয়।
আরও পড়ুন … IPL 2025: কঠিন সময় আসল পরীক্ষা নেয়: মাঠে পারফর্ম করে সমালোচকদের জবাব দিতে চান শ্রেয়স
এরপরে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন লুবনিথ সিসোদিয়া
এরপরে কলকাতা নাইট রাইডার্স ৩০ লক্ষ টাকাতে লুবনিথ সিসোদিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে এবং তার বড় শট খেলার দক্ষতার কারণে তিনি একাদশে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কেকেআরের প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিং করছেন লুবনিথ সিসোদিয়া। সেই সময়ে উইকেটের পিছনে রিঙ্কু সিংয়ের একটি দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন লুবনিথ।
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-
আরও পড়ুন … ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের
এই ফিল্ডিং দেখে অবাক হয়ে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ভক্তেরা। অনেকেই মনে করছেন এবারে হয়তো বড় চমক দেখাতে পারেন লুবনিথ সিসোদিয়া। তবে তিনি সুযোগ পাবেন কিনা সেটাই দেখার বিষয়। তবে শুধু উইকেটকিপিং নয়, লুবনিথ সিসোদিয়ার ব্যাটিং ঝড় দেখলেও আপনি অবাক হয়ে যাবেন।
আরও পড়ুন … RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী ‘পাওয়ার স্টার’-কে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে ভাসল চিন্নাস্বামী
আইপিএল ২০২৫-এর আগে লুবনিথ সিসোদিয়া কেকেআরের চিন্তা বাড়িয়েছে-
আইপিএল ২০২৫-এর জন্য কেকেআর দলে আগে থেকেই কুইন্টন ডি'কক ও রহমানউল্লাহ গুরবাজের মতো উইকেটকিপার-ব্যাটসম্যান রয়েছেন এবং তাদের মধ্যে একজনকেই একাদশে সুযোগ দিতে পারবে টিম ম্যানেজমেন্ট। এরপরে এই লড়াইকে আরও কঠিন করে তোলেন লুবনিথ সিসোদিয়া। এর কারণ হল লুবনিথ সিসোদিয়াও ওপেনিং করতে পারেন এবং উইকেটকিপার হিসেবেও দলে ভূমিকা রাখতে পারেন। এখন দেখার বিষয়, কলকাতা নাইট রাইডার্স ডি'কক ও গুরবাজ নাকি লুবনিথকে খেলান। কাকে টিম ম্যানেজমেন্ট বেশি গুরুত্ব দেয় সেটাই দেখার বিষয়।