শনিবার আইপিএলে সম্ভাব্য শেষবারের জন্য মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাইয়ের শেষ হোম ম্যাচের পর সমর্থকদের গোটা মাঠ ঘুরে ধন্যবাদ জানিয়েছিলেন মাহি। উপহার হিসেবে দিয়েছিলেন টেনিস বল। এরপরই কার্যত জল্পনা জোরালো হয়, অবসরের সময় তাহলে আসন্ন এমএসডির। চিন্নাস্বামীতে ধোনির এটাই হয়ত শেষ ম্যাচ। গত কয়েক বছর ধরেই বারবার চেন্নাইয়ের সুপারস্টারকে ধারাভাষ্যকাররা প্রশ্ন করে থাকেন, তাঁর অবসর প্রসঙ্গে। প্রত্যেকবারই মাহি হাসতে হাসতে উড়িয়ে দেন সেই জল্পনা। কিন্তু এবার সেই চেনা হাসি মাহির মুখে নেই। দলকে শনিবার জেতাতে পারলে আরও কয়েকটা ম্যাচ তাঁর খেলা দেখার সুযোগ পাবেন গোটা দেশের মাহিভক্তরা। সিএসকের মুখোমুখি হওয়ার আগে আরসিবি অধিনায়ক অবশ্য বলছেন, গত ছয় বছর ধরেই তিনি শুনে আসছেন মাহির বিদায়ের প্রসঙ্গ।
আরও পড়ুন-পাখির চোখ T20 বিশ্বকাপ, ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন রোহিত, পান্ডিয়ারা
প্রথম চারে জায়গা করে নিতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে, সেদিক থেকে অ্যাডভান্টেজ সিএসকে। কারণ তাঁরা জিতলেই বা বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলেও প্লে অফে চলে যাবেন। কারণ পয়েন্ট এবং রান রেটের দিক থেকেও আরসিবির থেকে এগিয়ে আছে সিএসকে। যদিও শেষ পাঁচ ম্যাচে টানা জিতে আসছে বিরাট কোহলি, ফ্যাফ ডু্প্লেসিদের আরসিবি। এই ম্যাচে অবশ্য নেই আরসিবির উইল জ্যাকস, রিস টোপলিরা। তাই ম্যাচের আগে বিরাটের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন-'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা
ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান অধিনায়ক তথা সিএসকেতে ধোনির প্রাক্তন সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি বলছেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে ভালো খেলছি, তাই আমরা ভালো ফলই আশা করছি এই ম্যাচ থেকে। ঘরের মাঠে এত সমর্থকের সামনে লিগ স্টেজের শেষ ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। প্রচুর হলুদ জার্সির সমর্থকদের এই ম্যাচে দেখা যাবে, তবে উপভোগ্য লড়াই হবে। মানুষ গত ৬ বছর ধরেই ধোনির অবসর নিয়ে কথা বলে আসছে, জল্পনা ছড়িয়ে আসছে। কিন্তু বিষয়টা বদলায়নি। তাই ধোনির দলকে হারানোর কথা ভাবার থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের ভালো খেলা ’
আরও পড়ুন-IPL 2024- সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের
৪২ বছর বয়সী ধোনির হাঁটুতে অস্ত্রোপচারের পর থেকেই ঘটে বিপত্তি। পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এবারের আইপিএলে ১৩ ম্যাচে মাত্র ১৩৬ রান করেছেন থালা, অবশ্য সব ম্যাচে তিনি ব্যাটিং করতে নামেননি। অন্যান্য সময় ধোনি সমর্থকরা বলে থাকেন, সিএসকের জয়ের থেকে ধোনির বড় রান বেশি গুরুত্বপূর্ণ, এই ম্যাচে অবশ্য তাঁরাই বলছেন সিএসকের জেতা বেশি প্রয়োজন। যাতে আরও একবার ধোনিকে তাঁরা মাঠে দেখার সুযোগ পান।