বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু শনিবার। দ্বিতীয় টেস্ট জেতার পর এখন লিড বাড়ানো লক্ষ্য অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই সেই জন্য শুরু করে দিয়েছে প্রস্তুতি। পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে হারলেও অ্যাডিলেডে দুরন্ত পারফরম্যান্স করে অজি ক্রিকেটাররা। বিশেষ নজর কাড়েন পেস বোলাররা। ভারতের ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলতে তারা হাতিয়ার করেন বাউন্সকে। ব্রিসবেন গাব্বায় সেটাকেই হাতিয়ার করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই ভারতের ইনিংসকে শেষ করে দিয়েছিলেন মিচেল স্টার্ক। ১৪.১ ওভার বল করে ৪৮ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। আউট করেন যশস্বী জসওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, নীতীশ কুমার রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানাকে।
প্রথম ইনিংসে ২টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড। দ্বিতীয় ইনিংসে অজি বোলিংকে নেতৃত্ব দেন প্যাট কামিন্স। ১৪ ওভার বল করে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়াও ৩টি উইকেট নেন স্কট বোল্যান্ড এবং ২টি উইকেট নেন মিচেল স্টার্ক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাউন্সার করা প্রসঙ্গে বলতে গিয়ে কামিন্স বলেন, ‘এটা সব সময় আমাদের প্ল্যান বি হিসেবে মাথায় থাকে। কিন্তু যদি দেখি ব্যাটসম্যানরা খেলতে সমস্যায় পড়ছে, সেই সময় এটা কিছু কিছু ব্যাটসম্যানদের জন্য প্ল্যান এ হিসেবে ব্যবহার করা হয়। এই পরিকল্পনা অ্যাডিলেডে কাজ করেছে, আমরা গাব্বায়ও কোনও এক সময় এই অস্ত্রের ব্যবহার করব।’
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে জেতার পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়লা নম্বর স্থান দখল করতে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সেই জায়গা দখল করেছে। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৩ নম্বরে রয়েছে ভারত। এখন দু’দেশই আগামী বছর ফাইনাল খেলতে মরিয়া। সেই লক্ষ্যেই শনিবার থেকে একে অপরের মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই মুহূর্তে বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল ১-১। অন্য দিকে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। পার্থে যেই ভাবে দাপট দেখিয়েছিল তারা সেটাই ফিরিয়ে আনতে চাইবে ব্রিসবেনে। তবে লড়াইটা সহজ হবে না। কারণ ভারতের ব্যাটসম্যানদের অনেকদিন ধরেই সঠিক ছন্দে দেখা যাচ্ছে না। এছাড়াও অ্যাডিলেডে বুমরাহ বাদে বাকি পেসাররা সেই ভাবে দাগ কাটতে পারেনি।