আগেই জানা গিয়েছিল ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে দল কিনেছে রিলায়েন্স। সোমবার সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে সেই বিষয়টি নিশ্চিত করা হল। ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ শেয়ার কিনে নেন আম্বানির কোম্পানি। বাকি ৫১ শতাংশের মালিকানা রয়েছে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হাতে। আসন্ন মরশুমে যৌথ ভাবে সারে এবং রিলায়েন্স এই দল পরিচালনা করবেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। তারা হল- বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ম্যাঞ্চেস্টার অরিজিনালস, নর্দার্ন সুপারচার্জার্স, ওভাল ইনভিন্সিবলস, সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস এবং ওয়েলস ফায়ার।
প্রত্যেকটি দলের ৪৯ শতাংশ করে মালিকানা বিক্রির জন্য রাখা হয়। সেই মতো রিলায়েন্স ওভাল ইনভিন্সিবলসের শেয়ার কেনার ব্যাপারে আগ্রহ দেখায়। এরফলে মুম্বই ইন্ডিয়ান্স, MI এমিরেটসের মতো তারাও রিলায়েন্স পরিবারের অংশ হল। এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি বলেন, ‘ওভাল ইনভিন্সিবলসকে মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তটা খুবই স্পেশাল। এই পার্টনারশিপের মাধ্যমে ভারত, নিউইয়র্ক, ইউএই, দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডেও MI ফ্যানবেস ছড়িয়ে পড়বে। এটা আমাদের বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায়।’
সারে আশাবাদী যে মুম্বই ইন্ডিয়ান্সের টি-২০ দল সামলানোর যে অভিজ্ঞতা রয়েছে তা তারা কাজে লাগাতে পারবে। বিগত কয়ে বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাফল্যের সঙ্গে একাধিক ফ্র্যাঞ্চাইজি চালিয়ে এসেছে রিলায়েন্স। বর্তমানে ৫টি ফ্র্যাঞ্চাইজির মালিক তারা। ১৭ বছরে ১১টি ট্রফি জিতেছে MI ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে রয়েছে ৫টি আইপিএল চ্যাম্পিয়নশিপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, WPL চ্যাম্পিয়ন, মেজর লিগ ক্রিকেট ২০২৩, আইএলটি-২০ ২০২৪ এবং SA-২০ চ্যাম্পিয়ন ২০২৫। -এর অধীনে থাকা প্রত্যেকটি দল এই মুহূর্তে একটি করে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে।
উল্লেখ্য, শুধু রিলায়েন্স নয়, দ্য হান্ড্রেড-এ দল কিনেছে লখনউ সুপার জায়ান্ট দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারান। নর্দার্ন সুপারচার্জার্সের ১০০ শতাংশ শেয়ার কেনে সান গ্রুপ। অন্যদিকে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ৪৯ শতাংশ শেয়ার কেনেন গোয়েঙ্কা। মোট ৩টি আইপিএল ফ্রাঞ্চাইজিকে হান্ড্রেড-এ দেখা যাবে। এখন দেখার অন্য আর কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি ইংল্যান্ডের এই লিগের সঙ্গে যুক্ত হয় কিনা।