সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মাশুল দিয়ে ম্যাচ হারতে হয় ভারতের মহিলা ক্রিকেট দলকে। এবার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরাট রানের ইনিংস তাড়া করতে নেমে ফের একতরফাভাবে পরাজিত হয় ভারত। ফলে ১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরে বসেন হরমনপ্রীত কৌররা।
রবিবার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৭১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ভারতের বিরুদ্ধে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড। সেই নিরিখে অস্ট্রেলিয়া রেকর্ড ইনিংস গড়ে বলা যায়।
অস্ট্রেলিয়ার হয়ে আগ্রাসী শতরান করেন জর্জিয়া ভল ও এলিস পেরি। জর্জিয়া ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি সেঞ্চুরি করেন ৮৪ বলে। সাহায্য নেন ১২টি বাউন্ডারির। শেষে ৮৭ বলে ১০১ রান করে আউট হন জর্জিয়া।
পেরি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৭২ বলে। সাহায্য নেন ৬টি চার ও ৬টি ছক্কার। ভারতের বিরুদ্ধে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটি দ্রুততম শতরানের রেকর্ড। পেরি শেষমেশ ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ১০৫ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া বেথ মুনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ৬৩ বলে ৬০ রান করেন ফোবি লিচফিল্ড। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা।
ভারতের হয়ে ১০ ওভারে ৬২ রান খরচ করে ৩টি উইকেট নেন সাইমা ঠাকর। ৯ ওভারে ৭২ রান খরচ করে ২টি উইকেট নেন মিন্নু মনি। ১টি করে উইকেট নেন রেনুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা ও প্রিয়া মিশ্র।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৪.৫ ওভারে ২৪৯ রানে অল-আউট হয়। ১২২ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজের দখল নেয় অস্ট্রেলিয়া। ওপেন করতে নেমে রিচা ঘোষ লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন। স্মৃতি মন্ধনা ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন।
হার্লিন দেওয়ল ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১১ রান করে আউট হন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৩৮ রান করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। জেমিমা রডরিগেজ ৩৯ বলে ৪৩ রান করেন। তিনি ৫টি চার মারেন। ১৪ বলে ১০ রান করেন দীপ্তি শর্মা। তিনি ১টি চার মারেন।
৪৫ বলে ৪৬ রান করে নট-আউট থাকেন মিন্নু মনি। তিনি ৪টি চার মারেন। সাইমা ঠাকর ৭, রেনুকা সিং ১ ও প্রিয়া মিশ্র ৫ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন। ব্যাট করতে নামেননি প্রিয়া পুনিয়া। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড ৩৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেগান শুট, কিম গার্থ, অ্যাশলেই গার্ডনার, সোফি মলিনা ও অ্যালানা কিং। ম্যাচের সেরা হন এলিস পেরি।